নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শব্দ জব্দ (৪) : আজকের শব্দ "প্রেম"





প্রেম: /বিশেষ্য পদ/ প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ।

 প্রেম বা ভালোবাসা ,হম্ম পৃথিবীর যা কিছু সৃষ্টি ,যা কিছু উৎপত্তি সবটুকুই এই প্রেম বা ভালোবাসা না থাকলে হতো না বা হবেও না ।



"প্রেম "
নিয়ে যারা লিখলেন


"আখের রস গুড়ের পাকে
প্রেমও তেমন মনের ফাঁকে।
ভালোবাসা আর দেহত্ববোধ
মিলেমিশে একাত্ম হোক।"

      - সুনন্দ মন্ডল

"আকাশলীনার কানের দুলে
শিশির জমাক কাব্য,
বুকের মাঝে নিবিড়ভাবে
প্রেমনদী হোক নাব্য…"

         - সৌমেন দাস

"চশমার কাছে ধার নেওয়া দৃষ্টি,
ব্যবধানে আটকে থাকা ফ্রেম
নন্দন থেকে ভিক্টোরিয়ায় আটকে আছে প্রেম"

        -  অরূপ সরকার



"দুর্বলতার দুর্বার মত প্রেম এক চির সবুজ
হৃদয় মাটির অনুভূমিক বুকে বিরাজ
প্রেম এক কাঁথা সেলাইয়ের সুচ
নক্সায় ইতিহাস বাঁধে জীবন অধ্যায়ের সুইচ...."
 
          -  হরেকৃষ্ণ দে



       "         ঘুম ঝির ঝির চোখের পাতা স্বপ্ন মাখানো মন,  আলসে আলসে ভোর আদুরে ঠোঁটে চুমু এঁকে দেয়
 মন বলছে আর একটু ঘুমোই কাজ যা আছে যাক না চুলোয়
 মন আজ হয়ে যাক ঘুমকাতুরে এক প্রেমিক।  "

      - বর্ণা দত্ত


"
গুনীজন কন, প্রেম লুকিয়ে
রাখতে পারাও শিল্প, নিগূঢ় প্রেমে।
তুমি কি পেরেছো সখী
রাখতে সমেত প্রেম বন্দি একফ্রেমে।"

      -   জিয়াউর রহমান


"প্রেম: জানি সবটুকু গেম,ফুরিয়ে গেলে মায়া তার,
ভালোবাসা: নিজের মৃত্যুতেই ,বেঁচে থাকা জন্মান্তরে বারবার।।"

          - জ্যোতির্ময় 

কোন মন্তব্য নেই: