নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রাণা চ্যাটার্জী'র গুচ্ছ কবিতা





স্বপ্ন সন্ধানী
                 

একটু অন্ধকারের বড় দরকার,
    চারদিকে শুধু আলোর ঝলকানি,
      মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশ।
মাঝে আমি, আমি পিঠ চাপড়ানো শব্দ...

মুক্তির অলিন্দে খুঁজে নিতে চাই,
             অন্ধকারের মায়া বেষ্টনী ।
কাউকে চাই না, বিদায় হোক সব
নিয়ন আলো,গেজেট -ল্যাপি আবর্ত..

পারলে দু-চারটা জোনাকি ছেড়ো
        নিকষ কালো আঁধারে....
আলোর তীব্রতা মুক্ত,অদ্ভুত প্রশান্তির
কোমল স্পর্শে,পাহাড় ঘেরা উপত্যকার
                   নিস্তব্ধতায় এক গামলা ঘুম ।





               পুনর্বাসন
           

অনেক তো হলো এবার না হয়
     একটু একা থাকা শুরু করি
             নিশ্চিদ্র অন্ধকারে ডুবে ...

অনুভবে তোমার মনের গহনে
পাট্টা পাওয়া জমিতে অজান্তেই
         গড়েছি সাত মহলা প্রাসাদ।

মন্ত্রী-সেপাই,বরকন্দাজ ভিড়ে
     দখিনের খোলা বারান্দায়
         নিজেকে দিয়েছি পুনর্বাসন।
লাগোয়া অলিন্দে,দুধসাদা পর্দা,
মখমলি সোফায়, তুমি তুমি আতর গন্ধে
                বেঁচে থাকার নির্যাস।

কোন মন্তব্য নেই: