১.
আচমকাই আমার জানালা জুড়ে শরৎ,
লেভেলিং করে সাঁটিয়ে দেওয়া রোদ্দুর।
বৃষ্টির সপাট চড়ে টলো-মলো পাহাড়।।
২.
নতুন সকালে প্লট হাতড়ে পাই বীরেন্দ্রকৃষ্ণকে,
নিংড়ে নেওয়া শৈশব সোল্ড-আউট।।
রোজনামচা কবিতারা কেনাকাটায় ব্যস্ত..
৩
আমি তবে যাই দোজখের দরজায়,
মাটির ঢেলায় শেষ ফিনিশিং চলছে..
জমজমাট চারদিনে ব্রাত্য ভিখিরি শিশু
মাকে বলি - "পৃথিবী সুখী হোক"।
৪.
কফি-কাপে গরম আর শীতের স্যান্ডউইচ,
কুড়িয়ে পাওয়া একটা জীবন।।
শেষ রাতে পথ আটকে দাঁড়ায় ভেঙে যাওয়া প্রতিমা......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন