নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

শারদীয়া আসছে : অমিত কুমার জানা





সেই তটিনীর তীরে    মন গিয়েছে আবারও ফিরে,
            যেথা হাওয়ায় দোলায়িত সাদা কাশ।
  ভোরের শিউলির ঘ্রাণ    ভরায় মন প্রাণ,
             এসেছে শারদীয়ার বাতাস।

সকালে গাঁয়ের রাস্তায়    খুশির দ্যুতি ঘাসের আগায়,
             আগমনির বার্তা নিয়ে এলো।
মৃন্ময়ী মূর্তি গড়ার কাজে   পূজামণ্ডপ নবরূপে সাজে,
              ওহ্ কি যে তোড়জোড় শুরু হলো।

আমাদের শহর সাজে    প্যাণ্ডেল গড়ার কাজে,
              অলি-গলিতে পোশাকের বিজ্ঞাপন।
পূজোর অফারের সুরে    কান দুটো যায় ভরে,
               অন্তরে আনন্দমাখা শিহরণ।

শুরু হলো দিনগোনা   নানা পরিকল্পনায় আনমনা,
              সমারোহে ভরা পূজোর বাজার।
   ওই চারটে দিনের তরে   প্রস্তুতি ঘরে ঘরে,
               নিজেকে গুছিয়ে নেয় যে-যার।

কোন মন্তব্য নেই: