,
কোন এক হেমন্তের অলস বিকেলে রঙচটা বেখায়ালী স্বপ্নগুলোকে টাঙিয়ে রেখেছিলাম দেওয়ালে পেরেক ঠুকে!
নৈঃশব্দে সুরসুরি দেওয়া তোর আলতো ছুঁয়ে যাওয়ায়,ওরা গোপন কামনায় নিবিড় হতে চায়;আজ তাই অকারনে আমার মৌনতাকে সম্মতি জানাই!
তোর মাথায় বিলিকাটা রাত আজও একি ভাবে খেলা করে আমার আঙুলের ডগায়;আমার মন জমুনায় নামে জোয়ার;উথাল পাথাল আছড়ে পরে আমার বুকে!
বুভুক্ষ লাঙলের ফলায় লাগে পলি মাটির সোঁদা সুবাস;বন মহুয়ার নেশায় গোধুলির রক্তিম আবেশে ওরা ডানা ঝাপটায়;খেলে রঙিন স্বপ্নের কাটাকুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন