নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বেড়া : অনিন্দ্য পাল


পৃথিবীটা হাতের মুঠোয় এসে গেছে শুনেছিলাম দুধেদাঁতবেলায়, এখন ছোট হতে হতে মোবাইল অ্যাপে ঢুকেছে ক্লিক-শরীরে; অথচ কাঁটাতার বরাবর মৃত্যু এখন আরও রহস্যময় এবং খোলাখুলি,
ঘরের বাইরে উঁচু হয়ে ওঠে রামতুলসীর বেড়া, ছাদ আঁটা ঘর থেকে বের হলে পথ রোখে কনেসাজানো পাঁচিল, স্মার্ট যজ্ঞ থেকে উঠে আসে যথাক্রমে দেশ আর বিদেশ ...
আকাশের তাঁবু ছোট হতে হতে এখন
 সীমান্তে চায়ের ভাঁড়,
তার উপুড় হওয়া নাভিগহ্বরে বেঁচে থাকে
নুনভাত আর ডিজিট্যাল মাঢ়
সেই সব ব্যকরণে পাতা নেই, পাতা থাকেনা কালক্রমে
"ফিউচার টেন্স" গিলে খেয়ে বেঁচে থাকে,
রক্ত বেচে দিয়ে খালিপেটে থাকে, চাঁদা দেয় গুমনামে

সবুরে এখন দ্রাক্ষা ফল ফলে,
তপস্যায় সোনালি বোতল
তাঁবুর ছাতে ছেঁদা বড় হয়

পৃথিবী এখনও কি তেমনি গোল !

কোন মন্তব্য নেই: