নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

একটা কবিতা একটা তর্জনী : অলোক মিত্র



একটা কবিতা আজ গান হোল
শুধু তোমার জন্য...
একটা তর্জনী আজ প্রতিবাদের ভাষা হোল
তোমার জন্য, হে কবি।
তুমি উঠে এসো হাজারো প্রতিবাদী কবিতায়
মধুমতির পলল মৃত্তিকায় তুমি ঘুমিয়ে থেকো না,
তুমি আমার রক্তের অস্তিত্বে মিশে আছো,
চেতনার বোধীবৃক্ষ।
আমি ক্লান্ত পথিক, তোমার সবুজ শ্যামল
ছায়াতলে বেঁচে আছি নির্ভয়ে।
হে প্রিয় কবি, তোমার বজ্রকন্ঠে
আমার প্রিয় কবিতা, বাঙালির মুক্তির ডাক....
আমি শ্রদ্ধায় মাথানত, আপদমস্তক
আমাকে রাখি তোমার পদতলে।
হে প্রিয় কবি, একটিবার উঠে এসো
আমার চেতনার বোধীবৃক্ষ।
মধুমতির জ্বলে জোয়ারের বান ডেকে।
আমি শতবার পূজিত চোখে
আমি আমার পিতার ছবি দেখি
হাজার টাকার নোটে।
সারা বাংলায় কে আছে বলো
তোমার চেয়ে বড়!




কোন মন্তব্য নেই: