নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সম্ভ্রান্ত বিশ্রামের শেষ লাইনগুলি : অভিজিৎ দাসকর্মকার



...নেভার আগেই
শরীরের রক্তকণার জীবনপ্রবাহ
শুষে নেয় ভারীজল
তখনও
চর্যাপদের এপারে সমবেত হচ্ছে
হলুদ স্তব্ধতা, আর-
খোলা চিঠির বাছাইকরা পদ্যটির পদধ্বনি-

গতবেলার গাঢ় জলীয় দ্রবণে
সম্মোহিত হয়
ভিজে যাওয়া অতিবেগুনী রশ্মি।
চিরশান্তির এবং দুশ্চিন্তার
অনুঘটকে মিশে আছে
নীলনদের জমাট বাঁধা
দ্বিতীয় কিনারা-

মাধুর্যহীন প্যারাগ্রাফের মাঝে
জিরো-আওয়ারের কৌতুহল,
অথবা -
সম্ভ্রান্ত বিশ্রামের শেষ লাইনগুলি
এখনও কী সঠিক ব্যালেন্সে দাঁড়িয়ে?

কোন মন্তব্য নেই: