এক থালা পায়েস সাজিয়ে ছিল মা
ফেরা হয়নি জন্মদিনে,
গত শ্রাবণী পূর্ণিমার বোনের রাখি হাতে ছিল সেদিনও,
প্রতি বছর এইদিনটিতে প্রেয়সী গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতো স্কুলের চেনা কৃষ্ণচূড়ার নীচে।
কিন্তু, এবারে আর ফেরা হয়নি।
আমার শরীরে এদিন তেরঙ্গা জড়ানো ছিল
মুখে ছিল তৃপ্তির হাসি,
গোটা দেশের চোখে তখন জল।
যারা কাছের ছিল, তারাই আগুন দিল
শূন্যে ভাসলো গুলির শব্দ
দলা পাকাতে লাগল আমার শিরা উপশিরা।
কিন্তু, অমরত্ব পেলাম আমি
আর ঊনিশের প্রেম দিবস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন