ভূগোলের শব্দে সিবেকের বিজ্ঞান
কানেক্টিং পিপলস-এর সিগনালে
পশ্চিম রাস্তার গাছটি
কবিতা কুড়ায় ছায়ানীচে-
টানটান মুহুর্ত্বরা নীল আলোয়
নাইট মেয়ার হয়ে আছে চোখের ঠিক কোণে।
নিউটন খোঁচা দেয় মাধ্যাকর্ষনে
তৃতীয় সূত্রে আত্মীয়ের এপিটাফ জমে দেওয়ালের অক্ষরে লেখা হয় মহাকাব্য।
ডিজিটাল যোজনা,
রাস্তায় লাল রঙে জ্বলজ্বল করছে-
শুয়ে আছে গণতন্ত্র নামক বিষয়বস্তুটি।
প্রকৃতি হন্নে হয়ে ছুটে চলে, আর সোসিওলজিতে পথ ঝাঁটানির কণ্ঠস্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন