জ্বলছে দেখো মানচিত্র, স্বপ্ন নয়গো সত্যি,
চিত্তের খাতা পুরো ভর্তি, বাদ নেই একরত্তি!
আগামীর যা কথা ছিল, সেসব আজ মিথ্যা,
বৃহস্পতি শৃঙ্খল বলেই, শুক্রাচার্যে দীক্ষা!
বাজনা বাজায় নিরো রাজা বন্ধ করে চোখ,
কুমির কান্না চোখে মুখে, বিলাসিতায় ঝোঁক।
এ রূপকথা নয়,...
চরম বাস্তব।
চোখ খুলে জেগে দেখো একটিবার,
জীবনবিমা তেমনি আছে,
শূন্য ঘর, ফাঁকা চেয়ার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন