নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মাত্র দুই :অনিন্দ্য পাল


১. রাতের মোড়কে তোমার পশমিনা গুহা
অন্ধ ভ্রমর আলোয় পুড়ে মরে ...
২.দোলনাতে কেটে যায় অলস দুপুর
অতীত আদর দেয়, ভবিষ্যৎ অচেনা সুর...
৩. রাতভর বসে আছে শীতের শিকারী
প্যালেস্তারা খসে পড়ে, কাঁদে বিপজ্জনক বাড়ী ...
৪. এত রাত খরচ হয়ে গেছে কবে ভগ্নাংশ জীবন
কোন রাতে খরচা হল, জীবনের মন!
৫. উঁচু আরও উঁচু বোবা অট্টালিকা
পাষণ্ড পাষাণ নিয়েছে জীবনের ঠিকা!
৬. নৈশব্দের গল্প নিয়ে এল  ম্যাগেলান আমার
তখন আলোর উপোস, জোনাকিআলোয় স্নান...
৭. চরম এক মেঘলা সুখ ধীরে ধীরে
বর্ষাদেহে ঢুকে পড়ে রোমকূপের গভীরে ;
৮.সমস্ত মনখারাপের জীবানুদের আজ ছুটি
যুবতী হয়েছে কলঙ্কিনী চাঁদ ...
৯. মনের দেওয়ালে লেগেছে কাল-ঘুণ
জীবাশ্মে রাখ পা, জ্বালাও উন্মাদ আগুন ;
১০. অনেক দূর থেকে পৌঁছে দিয়েছে প্রেম
অথচ আমার পরমায়ু ধুয়ে গেছে, সমুদ্র সৈকতে ...

কোন মন্তব্য নেই: