প্রত্যাবর্তন
মানে ফিরে এলে,
দু পায়ের সমগ্রে থিতিয়ে জমে যাওয়া ভেজা বালির ভার।
শুধু কি এ ভার নিয়েছি!
সাথে মিশে আছে মনের নিঝুম ঘর উপচে পড়া কালিঝুলি।
রোজ দেখি ঝাড়বো বলেও হাত লাগাই না।
মলিনতার সাথে ধূসর বিষাদের অনুষঙ্গ।
মুক্তির কথা ভাবিনা।
শুধু এসব অন্যমনস্ক আবহের প্ররোচনায় টের পাই না ঘাতক শেকড়ের বিস্তার পায়ের তল ভেদ করে জাপটে ধরেছে অবদমনের মাটি আর আমার ঘরে ফেরা বাতিল হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন