নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অক্ষয় কুমার সামন্ত





কবি হতে পারো নি 




এখনও যদি মাসিক কিছু রোজগারের ভেতর
নিজেকে হাঁটা চলা করতে দ্যাখো
মাথার মধ্যে চলা কিছু হিসেব নিকেশ
তোমাকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেয়
তাহলে বলবো দারিদ্রতা দোষী নয়, তুমিই দোষী
তুমি কবি হতে পারো নি --
কবিত্বের মধ্যে কোন দারিদ্রতা নেই।

এখনও যদি প্রতিবাদী কথায়
তোমার কলম চুম্বন না করে
সমাজ ফোটাতে তুলি না ধরো
বুলেটের সামনে নিজেকে ছুঁড়ে দিয়ে
বলতে না পারোঃ এই ধরো কবিতার পাতা
আমাকে মেরে ফেলার আগে আগুন ধরাও
আর তার উত্তাপে বাষ্প হোক
তোমাদের রক্তে মিশে থাকা সব সাধ --
তাহলে বলবো তুমি কবি হতে পারো নি
কবিত্বের মধ্যে কোন ভয় নেই।

কোন মন্তব্য নেই: