নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রণব রায়





গদ্যে ভরা আলাপী সন্ধ্যায়




অনন্ত  গদ্যে ভরা 
   এক আলাপী সন্ধ্যায় খুব জানার ইচ্ছে...
    ফন্দিবাজ আশার আলো একবার জ্বলে
    একবার নেভে একান্ত আলাপচারিতায়,
    নিজেকে উদ্ধারে ব্যস্ত আমার সময় ঘড়ি
    টিক টিক জীবন খাতায় খরচের আঁচড় 
             কেটে রক্তাক্ত করে ,
      নিজেকে ঘষা কাঁচে অস্পষ্ট মনে হয় ,
      কখনও বা স্বচ্ছ শিশিরে আলোর জ্যোতি 
                          প্রতিসরিত হয়.....
       যাকে দেখার ছিল তাকে পাইনি এখনো
       স্বপ্নের পালক খুঁজে তাই
                            এতগুলো বসন্ত বাড়ন্ত ;
       কখনও মরীচিকায় ভরা ব্যাথিত মন 
                         ভাবে বসন্ত আগত দ্বারে 
      কখনো ভাবে...
      না, এ যে বসন্তের মাঝে পাতা ঝরানোর 
                     অভিসন্ধি শীতের পদধ্বনিতে
      যার নেই কোন স্বীকৃতি এ মনে 
      পেলনা এক চিলতে হাসির আলিঙ্গন 
     শুনেছে অবিরত দুঃখের গাথা রোজনামচা,
      জুড়িয়েছি প্রাণ হৃদয় বাতাসে ,
      সুখের দিনে যে ছিল নিষেধ পাহাড় 
             আমার অমরাবতী তে
       সেই যে প্রকৃত নিষেধ ভালোবাসা ছিল,
       যার প্রয়োজন ছিল এ পূজারীর
       কিন্তু ভক্তি বিনা সে পূজার নৈবেদ্য 
       সাজানোই থাকলো পেলনা রাঙা চরণ 
       এ পূজারী শুন্য দেবাঙ্গনে 
                      শুন্য থাকলো ..............।

কোন মন্তব্য নেই: