নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মোঃ মিজানুর রহমান



বেহায়া-০৯



নেহ মোরে দিলো ডাক
নাম ধরে দাঁড়কাক,
যাবে কুমার নদীতে 
একা ডিঙি বাইয়া,
ছুটেছি পিছু পিছু 
আমি যে অতিশয় বেহায়া।

হিসেবে কাঁচা যে 
করি কাজে শুধু ভুল,
ভাবনার বেড়াজালে
পাইনা না তো কোনো কূল।

সুপ্তিরা করে খেলা
নয়নের নয়নে,
বেহায়া মন স্যাঙাতের খোঁজে
দিবানিশি শয়নে স্বপনে।

বিনি সুতার ওড়াটা
ছেড়েছি দূর আকাশে,
হঠাৎ অনপেখিত বৃষ্টিতে
ঝলমলে আকাশটা ফ্যাকাশে।

পাইনা যে কোনো ভয়
মেঘের আড়ালে,
বেহায়া মন খুশি
প্রীতিজন প্রণয়ের দুটি হাত বাড়ালে।

কোন মন্তব্য নেই: