জয় হোক
*********
জীবনের প্রতিনিয়ত বালখিল্যতায়-
অদম্য দেউল পাখি ফুঁরুৎ উড়ে চিলেকোঠায়;
শীতল ঠান্ডা হাত নগ্ন হয় শীতের দিনে,
একবার কাছে টেনে নেওয়া মানে-
মরা গাঙে বান আসা-
দরিয়ার ঢেউ - এ গা ভাসানো, গা ভেজানো,
উথাল - পাথাল মর্ত্যতল;
তবে কিসের নেশায় উজান স্রোতে হাঁটা?
প্রাচীন দেবতার ডাকে সাড়া না দিয়ে উপায় কি?
কাঁকড়ের রাস্তা বেয়ে পথে হাঁটা মানে-
তোমার টানে বিচালির মাচান খোঁজা;
উলুবন থেকে একদল পাখি ডেকে ডেকে সারা-
চৈতালী রোদে.....।
কারা যেন বলেছিল - ভালোবাসার যুদ্ধে অন্যায় বলে কিছু নেই? সে না থাকুক!
একনিষ্ঠ প্রেমি হিসাবে তোমার বক্ষে -
উঠুক আমার খদিত নাম;
জিন্দাবাদের বদলে - ভালোবাসার জয় হোক -
জীবনের ইতিহাসে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন