নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রাজকুমার বিশ্বাস





পৌষের সকাল
*************




পৌষের হিমেল সকাল কুয়াশা ঘিরেছে চারপাশে;
রাজপথের চলন্ত দানব;হোঁচট খাচ্ছে
হাওয়া ব্রেকে |
"নিশুতি রাতের ",চৌকিদার 
ক্লান্ত কুকুর ;
এলিয়ে দেহ পড়ে আছে ফুটপাতে আফিম খোড়ের মতো |

ঘুম ভাঙেনি পথশিশুদের;
সারারাত মশার সাথে লুকোচুরি খেলে
শ্রান্ত দেহ ঢেকেছে ছিন্ন মাদুরে |

ব্যস্ত ফেরিওয়ালা জীর্ণ পোশাকে,
ছেঁড়া চপ্পলে আওয়াজ তুলে,
মোট মাথায় চলেছে হনহনিয়ে,
বিকিকিনির হাটে;--পসারসাজাতে ।

চায়েরদোকানের  চুলার ধোঁয়ায়
বর্তুলের-কুণ্ডলী মিশে কুয়াশায় ;
ধুোঁয়াশার--পালে ,জোড় বাড়িয়েছে |

কাগজের ফেরিওয়ালা;-বিড়ি ফুকে -
শেষ সুখটান টেনে;
দিচ্ছে চাপ, -- সাইকেলের ভাঙা প্যাডেলে|

হরিজন দম্পতি--খুকখুক কেশে;-
ঝাড়ু হাতে--নেমেছে ,
রাস্তা ঝাঁটের কাজে |

যারা সভ্যতার জঞ্জাল তোমাদের চোখে, 
তারা জ্বেলে আগুন জঞ্জালের স্তূপ, 
হিমে ভেজা গায়ে 'ওম' নিচ্ছে। 

আর ,
সুট-বুট-কোটে ফুলবাবু সেজে;
সিগারেটে ধোঁয়া ছেড়ে; পানের পিকে;
সভ্যতার' বাবু' রাজপথ লাল করে, উঠছ বাসে -ট্রেনে-ট্রামে |

পৌষের হিমেল সকাল কুয়াশা ঘিরেছে 
চারপাশে |

কোন মন্তব্য নেই: