জীবন্ত লাশ
জীবন্ত লাশের গল্প
জীবিত এখনো, তবে নিষ্প্রাণ- অবসন্ন,
অগনিত সূঁচবিদ্ধ দেহ।
ক্ষতবিক্ষত প্রতিটি শিরা- উপশিরা
পিনপতন নিস্তব্ধতায় শোনা যায় আর্ত-চিৎকার
সারিবদ্ধ বেডে শোয়ানো জীবন্ত লাশ।
পিনপতন নিস্তব্ধতায় শোনা যায় আর্ত-চিৎকার
সারিবদ্ধ বেডে শোয়ানো জীবন্ত লাশ।
তারা কেউ -কেউ অর্ধমৃত, কেউ বা পাড়ি দিয়েছে পরপারে মাত্র কয়েক সেকেন্ড ব্যবধানে।
আবার কারো বা চলে ধুক-ধুক হৃদস্পন্দন।
প্রতিনিয়ত চলেছে জীবন -মরণ লড়াই,
প্রতিটি প্রশ্বাস যেন শ্রেষ্ঠসুখ,প্রতিটি নিঃশ্বাস যেনো ভীতির সঞ্চালন।
প্রতিটি প্রশ্বাস যেন শ্রেষ্ঠসুখ,প্রতিটি নিঃশ্বাস যেনো ভীতির সঞ্চালন।
সময়ের বিড়ম্বনায় কেউ কারো নয়,লোভনীয় ভালো থাকার তাগিদে মরে মরে বেঁচে ওঠার আকুল আহ্বান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন