ছড়ানো আলোর কথকথা
---------------------------
আল ধরে ধরে কাছে যেতেই, আলো
টুকরো টুকরো হয়ে ভাঙতে থাকে।
টুকরোগুলো আগলে ধরে এক একটা মানুষ
আমিও হাত বাড়াই
একটা লোক --- তার হাত পা পাতার মত ছড়িয়ে---
ছায়া হয়ে উঠে আসে শুধু।
লোকটার শরীরের ভাঁজে ভাঁজে সময়ের দাগ।
কথা জমে জমে আজ ওর জিভ নড়ে না আর।
লোকটার দুটো চোখ আবছা।
ও স্মৃতি হারাতে চেয়েছে রোজ
একটু একটু করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন