নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

~*****শুধু তুমি*****~

      



 ~*****শুধু তুমি*****~



    ©লীনা দাস



সময়ের স্মৃতি বেয়ে আবর্তনের
শেষ প্রান্তে,
নতুন আশা জাগিয়ে বসন্ত আগত
অরণ্যের কচিপাতারা,হাওয়ার
সাথে কথা বলে,বৃষ্টির সাথে কথা
বলে ফিসফিস করে;
আর তুমি?তুমি বড় অস্পষ্ট,তুমি
ধোঁয়া ধোঁয়া!
তুমি তালগোল পাকান মেঘের
আস্তরণ!
তুমি যদি একটু হাস,আমার চোখে
আলো ঠিকরে ওঠে,
তুমি যদি একটু নরম করে কথা
বলো,আমার চারপাশে শীতল শীতল হাওয়া বয়!
তোমার কি অসম্ভব টান,মনে হয়
খাদে গড়িয়ে যাব,নদীর স্রোতে
ভেসে যাব!
বার বার বার বার ভেবেছি,
মেঘ আর ধোঁয়ার পিছনে হিমালয়
স্পর্শ পাব,তোমার কঠিন আস্তরণ সরিয়ে তোমাকে দেখতে পাব!!
কিন্তু আমার মনটাকে থেঁতলে
চুরমার করেছ তুমি!
সে টুকরো কুড়ানো যাবেনা,
রক্তাক্ত হৃদয় টুকরোই;
শুধুই হতাশা আর বিরহ যন্ত্রণা!!!

1 টি মন্তব্য:

THE ROY বলেছেন...

হৃদয় ছুঁয়ে গেল প্রতিটি কথাই । দূর্দান্ত ভাবাবেগ ও গভীর অনুভূতির প্রকাশ ।