নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রাহুল গাঙ্গুলী





কিছু আলাপ কিছু কথা 
**********************

প্রশ্ন :১:- আপনার কাছে কবিতা কি ? 

কবিতা কেনো লিখি, এ নিয়ে বহুবার ভেবেছি : আর প্রতিবারই সহজ উত্তরটা নানাভাবে বিবর্তিত হয়ে কাছে এসেছি।কখনো ভেবেছি যা বলতে পারছি না / সহ্য করতে চাইছি না, তবু করতে হচ্ছে।কখনো কবিতার শৈলী ও ভাবনাকে ভেঙে ফেলতে হবে।কখনো প্রতিরোধের উপাদান।আপাতত যা এই মুহূর্তের শেষ চিন্তা : তা হলো যাপন এবং নিজেকে আবিষ্কার।একটা বিশেষ উপলব্ধি : মুক্ত করতে হবে চিন্তাকে, অবাধ করতে হবে তার সীমানার জগৎ।

     ২:- আপনার প্রিয় কবি কে ?আপনার অনুপ্রেরণা কে বা কি ? 

প্রিয় কবি বহু রয়েছেন : যেমন জীবনানন্দ থেকে শঙ্খ ঘোষ (রবীন্দ্রনাথকে রেখেও বললাম)।তবে শিখেছি যেসব জায়গা থেকে তাদের অন্য মাত্রায় রাখবো।যেমন : বারীন ঘোষাল, দীপঙ্কর দত্ত, ভাস্কর চক্রবর্তী, ফাল্গুনী মুখোপাধ্যায়, স্বদেশ সেন, অরুনেশ ঘোষ, সৌমিত্র রায়...... অনেক অনেক নাম।আর কবিতা পাক্ষিক প্রকাশিত পোস্টমডার্ন কবিতার ৩০০ সংকলনটি জীবনের বাঁক বদল বলবো।

৩:- কেন লেখেন আপনি কবিতা ? 

ওই যে বললাম : রাহুলকে আবিষ্কার।শব্দরূপকে খুন, তাকে নবজন্মের নির্মাণ।তার চেনা-অচেনাকে বোঝা, ভালোবাসা। 


৪:- আপনার প্রথম কবিতার নাম ও কাব্য গ্রন্থের  নাম (প্রকাশিত/ অপ্রকাশিত) 

১ম কবিতা : কিছু উত্তরবিহীন প্রশ্ন (অপ্রকাশিত)।এরকম শ-দেড়েক কবিতা রয়ে গেছে

১ম বই : নো ম্যানস্ ল্যান্ড (কবিতা পাক্ষিক, ২০১৭)
     

৫:- কবিতা/কবি সঙ্গে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিৎ ? 

এই সময়ে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।তবে জটিল অনেকের কাছেই, কারণ পাঠক যাপনে বিশ্বাস করেন না।সংকোচন - প্রসারণে আজও আস্থাহীন তিনি।অর্থাৎ খুব সহজ কথায় তার চিন্তন এখনো দাসত্ব কাটানোর রাস্তায় পথ চলা শুরু করে নি।তিনি মুখে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর সময়ের চেয়ে এগিয়ে, অথচ তাকে বুঝতে গেলে সেই ১৯৪০এ যেতে হবে।এটা কেন
আসলে কবিতার ভেতর যে অন্তর্নিহিত দৃষ্টি তাকে উপলব্ধি না করতে পারলেই সমস্যা।সময় তো পাঠকের জন্য থেমে থাকবে না, অতএব সময়কে বোঝা এবং কবির অন্তর্ভেদী দৃষ্টির সাথে (আমি একে সংকেত বলি) যোগাযোগ, এদুটি সমান্তরাল অনুশীলন : যার দায়িত্ব পাঠককেই নিতে হবে।
    

আমার কথা :

জীবন একটা পেন্ডুলামের মতো।১টি দোলকের গতিপথে মিশে থাকছে আরেকটি গতিপথ ও তার সম্ভাবনা।ফলতঃ সেগুলি মাল্টি অরবিটের আকার নিয়ে আরো বৃহৎ কিছুর দৃষ্টিপট তৈরি করছে।আর এই চূড়ান্ত বোহেমিয়ান পর্যবেক্ষন ডায়রির পাতার পর পাতায় লেখচিত্র।আমি সেইসব অসম্পূর্ণ লেখচিত্রগুলোর ছবি জমাতে চাই।প্রকৃতি এবং তার অদৃশ্য শক্তিগুলোর সাথে পরিচয় আলাপের যাপন : এভাবেই কবিতার মহাউল্লাস






                   কবিতা গুচ্ছ
                   ***********




হঠকারী সকাল & পরবর্তী দ্রাঘিমাংশ
------------------------------------------------------------
~ আণবিক ~

সূর্যের লতানো আলো চোখের কম্পাঙ্কে
বিছানায় ঢেলে দিলাম গন্তব্যপথ

কাছাকাছি শহরের ধারাবিবরনী নেই / আলপথ

সকাল ১০-৩০।অজুত মরুদ্বীপের মসৃণ খোলোশ

কয়েকমুঠো ভালোবাসা : ডাকবাক্স থেকে সরাসরি



~ পারমাণবিক ~

এই মুহূর্ত।সৌর বিকেল : বিকেল ৫-২০

কিছু সময় পরে জোনাকিগোছার সাবমেরিন

অতিরিক্ত জল।সাদা নুন : সাক্ষীভীড় কৃষ্ণপক্ষ  

এযাবৎ যাযা কিছু : সময়ের ক্যানভাস
                           পারদঘনিষ্ঠ সব ধূলোবালি মাখা




~ প্লাজমা ~

ছড়ানো ছিটানো আলপথ
স্বপ্নে দেখছি হারেম আলপনা।অদৃশ্য মেঝে

বিভাজনের আগে : চূড়ান্ত সন্ধে।সন্ধে ৬-২০

গুঁড়ো আকাশ = আগাপাছতলা বর্ষাতির চেহারায়

ব্যক্তিগত ম্যাগনেসিস্ > সাপের চেয়েও



~ শূন্যতা ~

?? ( = এখানে কোনো অন্ধকার নেই =) ?? 
                               ↓
                           উ  ত্ত  র
                        যা  ব  তী  য়



~ মাত্রা ~

যেখানে ভাঙতে চাই : জ্যা
         তরল হয়ে ওঠে ঘেমো অমনিবাস 

ইদানীং : তাজমহলের ভয় → স্বরবর্ণ বাজি রেখে

| এসো |
শ্যাওলার কুসুম মাখিয়ে অস্বচ্ছ করি মজলিশ

খিদের ডুমুরঘুড়ি [ঘড়ি] : ঈশারায় নকল-পারদ



শব্দরূপ : রাহুল গাঙ্গুলী

জ্যোতির্ময় রায়






কিছু কথা কিছু আলোচনা 
**********************

১) আপনার কাছে কবিতা কি ?
    উত্তর: মনে খারাপের মন খারাপ গুলো ,
            হঠাৎ বলে ফেলে কিছু না বলা কথা ।
     আমি তারে বেঁচে থাকা বলি ,তোমরা বলো কবিতা।।

২) প্রিয়কবি কে ,অনুপ্রেরণা কি বা কে ?
উত্তর:  চোখ বুঝলেই ,শুনতে পাই কত শব্দহীন শব্দ রোজ
     সৃষ্টি থেকে শুরু তার ,আমার আমিকে শুধুই খোঁজ।
    যদি বল কে প্রিয় কবি ,
    ভগবানের এই সৃষ্টির প্রতিটি জিনিস কে বলবো আমি ।

রোজ ভাঙছে হৃদয় ,রোজ ঘর ভেঙে ঘর করা।
এরই মাঝে জীবন্ত লাশের মিছিল ।
আমি শুধু তাদের কথা শুনি ,শব্দ যে কত সেখানেই ভরা ।।

৩) আপনি কবিতা লেখেন কেন ?
উত্তরঃ নাঃ আমি তো কবিতা লিখি না ,আজ পর্যন্ত একটাও হয়তো কবিতা লিখে উঠতে পারেনি । ক বি তা =কবিতা । খুব কঠিন জিনিস এই ঘোর ,খুব কঠিন এর রেশ ,খুব ভয়ঙ্কর এর আকাঙ্ক্ষা ,অনুভূতি । কৈ একটাও কবিতা  হলো না আজও ।

   
৪) কবি/কবিতার সঙ্গে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত?
উত্তরঃ  হৃদয় আর রক্তের মতো । কবিতা যদি হৃদপিন্ড হয় তবে পাঠক রক্ত ।

" আমি বলে যাই আপন মনে কথা ,
সে কথা কথা তো নয়
এই কথা গুলো বলে দিলেই যে
 মাথার ওজন অনেকটা হালকা হয় "



                        কবিতা গুচ্ছ
                        *********


                     ঠিক গল্প নয় 
                     **********

পড়ন্ত বেলা তখন ।
সিঁদুরে মেঘের আড়ালে সূর্য যাচ্ছে পাটে
দু এক ফোঁটা শিশির ভিজিয়েছে পা
     শরীরে তখন অন্য পৃথিবী ।।

হাজার স্কোয়ার ফিটে স্বপ্নের বাড়ি
দশ বাই দশের ঘর ,
চেনা অথচ অচেনা রাজপথে
লালসি জিভ আর কান্না ।।

স্বপ্নগুলো সস্তায় বিকিয়ে গেছে
ঘরের খোঁজে ,সময়কে ফাঁকি দেওয়ার
অস্পর্দা ।মিটার স্কেলে গলন্ত চিবুকে
তখন ঘুম ঘুম অভিনয় "বেশ ভালো আছি " ।।

তারপর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে
 সাবেকি চাওয়া পাওয়া ।
ঠোঁটের উষ্ণতা মাপে
     লোমকূপের ঘাম ঘাম স্তুতি ।।



ভালো থেকো 
**********



অল্পদরে বিকিয়ে যাওয়া মনে
চাওয়া-পাওয়া,হিসাবটা গোলমেলে
কত তলে জল ,কিংবা কার কতটা ভিটে
ভালো থেকো তবুও মন খারাপের অসুখে ।।


ভালো থেকো দুষ্ট মিষ্টি কিছু অভিনয়
ভালো থেকো হালকা চাওয়া ,হালকা ভয় ।
ভালো থেকো অল্প অভিমান অল্প ভালোবাসা
ভালো থেকো অনিচ্ছায় আরো কাছে আসা ।।


ভালো থেকো চুমুক দেওয়া চা'এ ,
ভালো থেকো শিশির ছুঁয়া পায়ে ।
ভালো থেকো ফেলে আসা দিন ,
ভালো থেকো রং তুলি ,হয়ে রংহীন ।।

ভালো থেকো মন খারাপ
যা পুরোনো তা পুরোনোই থাক ।
নতুন করে ভালো বেসে ,ভালো থেকো
ভালো লাগার গল্প গানে ,নিজেকে ভালো রেখো ।।


( 2)


ভালো থেকো শিয়ালদাহ স্টেশন
ভালো থেকো ,মেসের ডিমের ঝোলে লবণ কম ।
ভালো থেকো রাত দুপুরের উল্লাস ও পার্টি ,
ভালো থেকো ,আজ মার্চ বাঙ্ক ,কলেজ ছুটি ।।


ভালো থেকো ,কলেজ ক্রাশ
ভালো থেকো ,বন্ধুদের দেওয়া খামোখা বাশ ।
ভালো থেকো স্বরস্বতী পুজো
ভালো থেকো ,ল্যাদ খাওয়া জীবন ,কলেজ যাবো না আজো ।।


ভালো থেকো টিচারের বকবক
ভালো থেকো ক্রিকেট খেলার ছক ।
ভালো থেকো লাস্ট বেঞ্চার
ভালো থেকো ,লাস্ট নাইট সাজেশন ,ফেল না হবার ।।





অনেকটা দিন পর 
************


কেমন আছো মাধবীলতা ? কতটা সুখে ?
শেষবার ছায়াপথ হাঁটতে চেয়েছিলে ,তারাদের ভিড়ে
সস্তার স্বপ্ন গুলো গল্প আকাশ কিনেছিল বিজ্ঞাপনী অসুখে ।
আজকাল শিশির ছুঁয়েছে শরীর ,পারদ উষ্ণতা মাপে ধীরে ধীরে ।।


মন খারাপ হয় ? রোজকার চায়ের কাপে
টা'এর আবদার,জং-ধরা সিন্দুকে ।
শিকল পায়ে।আলোকবর্ষ দূরে উড়ে যাওয়ার গল্পে
তুমি বেঁধে দিতে চোখ।আজ ভালো আছি এই অতি অল্পে ।।


হঠাৎ কি মনে করে ফের ,ঘরে ফেরার গান ?
তুমিই তো চেয়েছিলে আমাদের গল্পের অবসান ।
আজ দূর থেকে আরো দূরে আমিও বদলে ফেলেছি ডাকনাম।
তুমিও বদলে ফেলো ঠিকানাও ,অপেক্ষা আর কেউ করবে না
        রং বদলে ফেলেছে নীল খাম ।।







ক্রেপ্ট পয়েন্ট 
**********

সিগময়েড কার্ভে বসানো গর্ভে
ইনফ্রারেড এর স্ট্রাকচার  ,আদম নাকি
ভৌগোলিক পরিমাপে যোনিতে আগুনের থাবা ।
হিংস্রহাত ,রক্ত চোখে ঈগল ।।


ধর্মের ওমে ম্যাগনেটিক ফিল্ড এর মাক্সিমাল
গরম ভাতের ডেফিসেন্সিতে গোলাপী চুমুক ।
  সাংবিধানিক নীতির প্রেক্ষাপটে
  এক একটা অর্গানে অর্গাজম গ্যাস ।
এর নাইট্রাস অক্সাইডের 100% এফিকেসি ।।
     



জ্যোতির্ময় মুখার্জি








কিছু আলাপ কিছু কথা 
****************



১। কবিতা কী?
উত্তরঃ প্রশ্নহীন এবং অবশ্যই উত্তরহীন একটি বোধের নামই কবিতা।
অবশ্য, কবিতা লেখার সময় ওসব কিছু ভাবিনা,
কবিতা = কবিতা এই সূত্রে লিখে ফেলি যাহোক কিছু একটা।


২। আপনার প্রিয় কবি কে ? কবিতা লেখার অনুপ্রেরণা কে বা কি ?
উঃ কোনো প্রিয় কবি নেই, তবে অনেক কবিতা আছে, যেগুলো খুঁটিয়ে লক্ষ্য করে পথ খুঁজে পাই।

কবিতার জন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয়নি।


৩। আপনি কেন কবিতা লেখেন ?
উত্তরঃ পত্রিকায় প্রকাশিত হবে বলে। নাহলে লিখতাম না। অকারণে কবিতা লেখার কোনো মানে নেই। তবে অকারণে কবিতায় বাঁচা যেতে পারে, না লিখে।

৪। আপনার প্রথম কবিতা ও কাব্যগ্রন্থের নাম কি ?
উঃ  প্রথম কবিতার নাম:
যতটা পুরনো স্কুলের খাতা থেকে খুঁজে পেয়েছি, তাতে প্রথম কবিতা/ছড়া ক্লাস থ্রি'তে। নাম 'বন্ধু' (প্রকাশিত)।

প্রথম প্রকাশিত কবিতা : 'শেষ বিকালের সূচীপত্র'


৫। কবি/ কবিতার সাথে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত?
উত্তরঃ বলতে পারবো না।

কবি ও কবিতার কোনো দায় নেই পাঠকের সাথে সম্পর্ক রাখার। কেউ না পড়লেও কিছু এসে যায় না।

তবে কবিতা লিখিয়েদের পাঠকের সাথে সুসম্পর্ক রাখার দায় ও দায়িত্ব দুটোই আছে। পাঠকের খিদে বুঝে কবিতা লিখিয়েরা পাঠকের মুখে খাবার তুলে দেবে।



                          কবিতা গুচ্ছ 
                         ********* 




রঙচটা আঁটোসাঁটো বৃত্তে
*****************

শান্তভাবে রাত্রিকালীন সরীসৃপ
             তারও বেশি একদিন
রঙচটা আঁটোসাঁটো বৃত্তে
নাটকীয় সমস্ত কিছুই

               ভক্তিমূলক।দৃষ্টিকটু 







যতটুকু হাতছানি
***********


ধানক্ষেতের গন্ধে উইঢিবি
                          আকার বদলালে
যতটুকু হাতছানি
তর্জনী নামিয়ে রেখো
আমি বৃষ্টি মুখস্থ করি বা পালকের ওম
খুলে রাখা চোখে ঠিক
                        দৃশ্য নয়

জ‍্যামিতিক নির্বাচনে চলমান সর্বনাশ






বেহিসেবি আলিঙ্গনে
**************





ক্রমাগত অনুকরণহীন শব্দে
                        কিছু পরিচিত মুখ
নিঝুম বিকাল আছে
পরিযায়ী পাখি আছে
জ‍্যোৎস্না রাত আছে
                  বা হাতেখড়ি চিলকোঠা
আস্তিন খুললে কিছু বেহিসেবি বিষ
শুকিয়ে গেছে স্তনের চামড়ায়
তুমি হাঁফিয়ে উঠতে পারো
                             বা ক্ষিধে পেলে
বেহিসেবি আলিঙ্গনে

                 খুলে নিও মশারির ভাঁজ






আধখাওয়া দীর্ঘশ্বাস
**************



যে কবিতা'টা মেট্রোতে কুড়িয়ে পেলো
প্রতিশ্রুতি অভ‍্যাসে জড়িয়ে
ইঞ্চিতে ধূলিসাৎ
            ত্রিকোণামিতির সহজ কিস্তি
তুলনায় কবিতার পাপে
                   ছেলেমেয়ে।মেয়েছেলে
শরীর ছেঁড়া
        নতুন ঘোষণা
               ঝুঁকে পড়ছে।ঝুঁকে পড়ছে

কবেকার এক আধখাওয়া দীর্ঘশ্বাস






শর্তসাপেক্ষে এঁটো হাত
****************





সুযোগমতো অবশিষ্ট ইশারায়
পোয়াতির কাঙাল সোহাগ মিশিয়ে
মাংসের শূণ্যতা থেকে

              শর্তসাপেক্ষে এঁটো হাত




বিকি দাস






কবির পরিচয়
~~~~~~~~
১৯৯৪ - সালের ২১ মার্চ, বিশ্ব কবিতা দিবসের দিন, নদিয়া জেলার রানাঘাট শহরে জন্মগ্রহণ করেন কবি বিক্রম দাস ( বিকি )  বাবার নাম বিশ্বজিৎ দাস, মায়ের নাম কল্পনা দাস, ও একমাত্র বোন উষা দাস কে নিয়ে তাদের ছোট্ট সুখি সংসার।

দরিদ্রতার মধ্যে লেখাপড়া করেছেন কবি। ছোট্টবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু অর্থাভাব তাকে উচ্চশিক্ষায় পৈছাঁতে দেয়নি। খুব ছোট্টবেলা থেকেই কর্মসুত্রে পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বিভিন্ন যায়গা ঘুরেছেন। এখন তিনি দেশ পারি দিয়ে বিদেশে চাকুরী করছেন। U.A.E - দুবাইতে বর্তমানে প্রতিষ্ঠিত কম্পানিতে চাকুরী করছেন। তবে উনি বিদেশে থাকলেও দেশ ও বাংলা ভাষা কে প্রচন্ড ভালোবাসেন।

জীবনে এক প্রতিকুল অবস্থায় দাঁড়িয়ে তিনি কবিতা লিখেছেন। একের পর এক কাব্যগ্রন্থ উপাহার দিয়েছেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৬ তে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবিদের সাথে যৌথ কাব্যগ্রন্থ " আবৃত্তির নতুন কবিতা " উপহার দিয়েছেন।
এবছর প্রকাশিত হয়েছে, মিলন তিথি ও ইচ্ছে আলোর ডানা কাব্যগ্রন্থ।

একুশে বইমেলা বাংলাদেশ থেকে যৌথ কাব্যগ্রন্থ " কবিতার মোহনায়, প্রেম পিরিতের সাতকাহন, বিষাদের কালো মেঘ, জীবনের যত কাব্য, গল্প জীবনে প্রতিচ্ছবি, " প্রকাশ করেছেন।
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখে সুনাম অর্জন করেছেন।
গুরুজনদের আশীর্বাদ ও পাঠক বন্ধুদের ভালোবাসায়, আধুনিক কবিতা নিয়ে এই যৌথ প্রয়াস ।।


কিছু আলাপ কিছু কথা 
****************

১) আপনার কাছে কবিতা কি ? 
উত্তর: আমার কাছে কবিতা মানে জীবন। মানুষের জীবনের ভাষা, কল্পনা, চিন্তা, চেতনার নাম কবিতা।
২)আপনার প্রিয় কবি কে ?আপনার কবিতা লেখার অনুপ্রেরণা কে বা কি ? 
উত্তর:  আমার প্রিয় কবি বাংলাদেশের হেলাল হাফিজ। আমার অনুপ্রেরণা শ্রদ্ধেয় জয় গোস্বামী, কারন আমার খুব বাড়ির কাছেই তার বাড়ি ছিলো। তার কথা এবং সাহিত্য অনুপ্রেরণা দেয়।
৩) আপনি কবিতা লেখেন কেন ? 
উত্তর: আমি যে খুব ছোট্টবেলা থেকে লেখালেখি করি ঠিক তাই না। কিন্তু আমার জীবনে একটা কঠিন সময় আসে যখন বেঁচে থাকার অবলম্বন হিসাবে আমি কবিতা বুকে জড়িয়ে নিয়।
তবে আমি কবিতা পড়তে সব সময় খুব ভালোবাসতাম।
৪)আপনার লেখা প্রথম কবিতা  ও কাব্যগ্রন্থের নাম কি ?
উত্তর:  যদি প্রথম কবিতা বলি তাহলে মজার ছড়া লিখেছিলাম " সিঙ্গারা  " ২০০৭ সালে উদয়ন নামে স্কুল ম্যাগাজিন রানাঘাট, নদিয়া থেকে প্রকাশিত হয়।
কিন্তু আমার প্রথম কাব্যগ্রন্থ ২১ শে বইমেলা ২০১৬ বাংলাদেশ থেকে " দুই পাখির কথা " প্রকাশিত হয়। এবং এই বইটির জন্য আমি একটি পুরুষ্কারও পাই।
৫)কবি/কবিতার সঙ্গে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত ? 
উত্তর:  বই প্রেমী বা সাহিত্য প্রেমী বন্ধুদের ঠিক আমি পাঠক বলি না। কবি শুধু কবিতা সৃষ্টি করে কিন্তু, কবিতা ঠোঁটে নিয়ে যে পাখি পড়ছে সে বন্ধু, শব্দ বন্ধু, ভাবনা বন্ধু।
আমার মনে হয় ফেসবুকে কবি ও পাঠকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত। কারন সেখানে কবি ও পাঠকদের সরাসরি কথা বলার জায়গা থাকে।



                   কবিতা গুচ্ছ
                 *********


আমার শহর খুব অন্ধকার
*******************

শীতের কাছে ক্লান্ত আমার রাত,
লেপমুড়ি দিয়েছে ফুটপাত।
ইট বালিশে ঘুমিয়ে পাগলী,
ব্লাউজের উপর যুবক পশুর হাত।
ঘণ্টাখানেক রক্তাক্ত চিৎকার,
মৃত দেহ, দুইবার বলৎকার।
ভয় পেয়েছে রাতের জোনাকি, 
আমার শহর খুব অন্ধকার.......
বেওয়ারিশ দেহ জ্বলে না ভাই,
নদীর পাশে চিল, শকুনি খায়।
আজব দেশের সস্তা এই নীতি,
বিচার আছে, যার টাকার গন্ধ গায়।
আজ শহরে খুব অন্ধকার,
মানুষ হয়ে বাচাঁর কি দরকার ____




এই ঘর এই সংসার 
 **************

আমার পাশের বাড়ির বৃদ্ধা, মৃত্যুর কিছুদিন আগে রোজ বারান্দায় এসে বসতেন।
তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন........
"আমার সব কাজ শেষ, ও বিধাতা আমার হিসেব বুঝিয়ে দাও। আমি ফিরে যাবো "।

সেই দৃশ্য দেখে আমি ছুটে আসতাম আমার ঘরে। হ্যা যেই ঘর টা আমার বলেই জানি। দেখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অভিমান, রাগ, হিংসা, আর কিছু অহংকার।
আমি চিৎকার করে আয়না দিকে তাকিয়ে বললাম......
"মানুষের কি আদৌ কোনো ঘর হয়"______






  রক্ত লেখা 
********



একটা মানুষের কত মৃত্যু হবে,
আর কতবার পিষে দেবে আমায়।
বুকের কষ্টগুলি এবার হাসছে,
তোমার ষ্পর্শগুলি এবার হাসছে।
হৃদয়ে লুকানো লাল তরোয়াল
এখন চিৎকার করে বলছে _

"একটা স্বপ্ন নিয়ে আসো,
একটু প্রেম নিয়ে আসো,
একটা সকাল নিয়ে আসো "

বোবা ঠোঁট দুটি বারবার বলছে,
লাথি মেরো না মুখে।
এই মুখে ভালোবাসি বলেছি তোমায়।
এই মুখ কিভাবে রক্তাক্ত করলে তুমি।

তাকিয়ে দ্যাখো,
তোমার জুতোর নিচে লেগে আছে যে রক্ত।
সেখানেও আমার ভালোবাসা আছে।
সেখানেও আমার ভালোবাসা আছে।




প্রেমিক 
******


তুমি কখনো সমুদ্রে গেছো প্রেমিক?
ঝিনুক কি দেখেছো,
নোনা জলে হৃদপিন্ডের কাছাকাছি,
কি বিচ্ছিরী ভাবে মুক্ত লুকিয়ে রাখে।

অথচ একটা মেয়েকে দ্যাখো,
কত যত্নে সেই মুক্ত,
নিজের গলায় সাজিয়ে রাখে।





ইস্তেহার 
******



ভালবাসা এক নিত্যনতুন শোক
     প্রেম তবু আজ সবার বুকে হোক।
বৃষ্টি জলে সবাই সাদা কালো
     শক্ত ঠোঁটে কাকাতুয়া ভালো।

ভালো বুঝি ঐ রঙিন ঘরের মাছ
     কবিতা লিখছে জানলা বন্ধ কাঁচ।
পিয়ানো বাজায় অব্যক্ত সারগাম
     ক্যালকুলেটরে ভালবাসার দাম।

দাম দিয়েই তো কিনেছি বদনাম
    তাই প্রেমের কাছে মৃত্যু রাখলাম।


লীনা দাস










 দ.কলকাতা,বাঁশদ্রোণী থানার অন্তর্গত ব্রহ্মপুর,
কলকাতা-96



কিছু আলাপ কিছু কথা 
*********************


১) আপনার কাছে কবিতা কি ?
উ: আমার কাছে কবিতা---
শুধু ভাল বিষয় ভাবতে পারলেই হয় না।সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাবে মনের ভাব ব্যক্ত করা বা পরিবেশনের কায়দাটাও জানা জরুরী।
কবিতা জন্মের সাথে সব সময় জড়িয়ে থাকে একক সত্ত্বার অধিকারী সৃষ্টিশীল মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন।
কোন মানুষের মনের ভিতর যদি কিছু সৃষ্টির বা প্রকাশের যন্ত্রনা থাকে তবে সে শব্দের পর শব্দ বসিয়ে পংক্তির পর পংক্তি বসিয়ে শব্দের কথামালায় 
সৃষ্টি করে কবিতা।

তবে সবার আগে কবিকে
জীবনের গভীর বিশ্লেষক হতে হবে তবেই সৃষ্টি সার্থক।

২) আপনার প্রিয় কবি কে? আপনার অনুপ্রেরণা কে বা কি ? 
উঃ আমার প্রিয় কবি----
আমি সীমাবদ্ধ রবীন্দ্র নজরুলে।
25 শে বৈশাখ আর বৃষ্টির দিনে রবি ঠাকুর পড়ি।
অন্য কোনো কবির ভাল লেখা সামনে পেলে পড়ি।


কোনো দিনই আমি কবিতা পড়তে ভালবাসতাম না।কিন্তু ছোট থেকেই মনে হত কি 
যেন করতে মন চাই, বুঝতে পারতাম না মন কি চাইছে।সর্বক্ষণ মনটা কিছু করার জন্য অস্থির 
থাকত।
ফেসবুকে এসে আমি কবিতার প্রেমে পড়লাম।বলা চলে ফেসবুক আমার অনুপ্রেরণা আর আমার মনের তাগিদ।

শুরু হল আমার কবিজীবন।কবিজীবন আমার এক বছর চার মাস।


৩) আপনি কবিতা লেখেন কেন ? 
উঃ- 

কিছু সৃষ্টির যন্ত্রনা কুরে কুরে খায়।সেই সৃষ্টির হাতিয়ার আমার কবিতা।
তাই কবিতা লিখি।
৪.আপনার লেখা প্রথম কবিতা ও কাব্য গ্রন্থের নাম কি ? 
উঃ- 
আমার প্রথম কবিতার নাম 'নষ্টসেরা'(3/8/16)।
অবশ্য প্রথমদিন আমি ৭টি কবিতা লিখেছিলাম।

আমার প্রথম একক কাব্যগ্ৰন্থের নাম"নষ্ট মনের মৌন কথা।"


৫) কবি/কবিতার সাথে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত ? 

উঃ: কবি লেখেন কবিতা,তার সৃষ্টির নেশায়।
তার সাথে এটাও কাজ করে, লিখছি তো,পাঠক কেমন ভাবে নেবেন বা নিচ্ছেন।
পাঠক যদি বুঝতে না পারেন তার দায় কিছুটা বর্তায় কবির উপর।পাঠক আর কবি যদি নাগালের মধ্যে থাকেন কবির উচিত পাঠককে বুঝিয়ে দেওয়া, 
যদি পাঠক জানতে চান।


  


                          কবিতা গুছ 
                        ************



মনোরোগী 

     

অঝোর রাতে অন্ধকারে একাকি-
ত্বের যন্ত্রণা অনুভব করছি!
বুকের কাছে চাপ ধরা ব্যথা,
মনখারাপের ঘূণপোকারা মাথায়,
ঘন্টায় ঘন্টায় বংশ বৃদ্ধি ঘটছে,

মরা মাছের মতো ফ্যাকাসে চোখে
ফ্যালফ্যালে তাকান!
যন্ত্রণার মূহুর্তে মনে পড়ে 
অবহেলা,নি:শব্দে অপমান,
হেরে যেতে যেতে কুঁকড়ে গেছি!!

যন্ত্রণার মূহুর্তে ও মনে পড়ে ভাল-
বাসাকে!
ভেসে বেড়াই হাওয়ায় ওর সংস্পর্শে,মনে মনে!
আজ আমি বাতিলের খাতায়!!

হেরে যেতে যেতে কমেছে স্নায়ুর 
জোর,
ভিতরে ভিতরে ক্ষয়ে হয়ে পড়েছি দূর্বল;
ভবিষ্যত----হয়ত -----

শীতল শূন্যস্থান 


অন্তরে শীতল শূন্যস্থান
সুনিবিড় ডালপালায় সজ্জিত।
লুকোনো সমস্যা দেওয়াল হয়ে 
খাঁড়া,
দেওয়াল মালুম হচ্ছে না,আগেই 
ধাক্কা।

সাদামাটা শান্ত চেহারা,চাপা গাল,
হালকা দাড়ি,কোঁকড়ানো,
অনেকটা জমাট বাঁধা,শান্ত গভীর
চোখ,স্নিগ্ধ পার্সোনালিটি।

সব মানুষকে ছুঁয়ে বুঝতে হয় না-
হৃদয় দিয়ে স্পর্শ করতে হয়;
সে ছিল হৃদয়ের স্পর্শ,
আত্মার সম্পর্ক পাতিয়ে হয়েছিল 
পরমাত্মীয়.আত্মার আত্মীয়।

আজ আমার অন্তরে শীতল একটা শূন্যতা!
মনের মাধুরী দিয়ে সাজায়,স্মরণ করি,বরণ করি!!


বিরহ 




সে এক বৃষ্টি বিকেল,
আকাশময় নোংরা প্লাস্টিকের মত মেঘ।
বৈকালিক, দিগন্তের আকাশ-
ছড়ান হলুদ-কমলা আলোটা আজ আর নেই।

মন কেমন করা হলুদ-কমলা আলো!
দূ--রে উপনগরীর দানবীয় স্কাই-
লাইন।
জলদ মেঘে ভরে আছে মনের 
আনাচ-কানাচ!

বালিশ নাকে  চেপে,চেনাগন্ধটাকে
অনুভব,হারানোর বেদনা,
দীর্ঘ চুম্বন,খুনসুটি,অভিমান!
সব শেষ করে জীবন্মৃত রেখে 
চলে গেলে?

তোমার বিরহে আমার,অতল
বিরহ রাগিনী গেছে থেমে!!!


কর্কট রোগ 




রাজিতা বিড়বিড় করে,স্মল সেল 
কার্সিনোভা(ক্যান্সার)।
ভাবতে পারেনা,রজতাভ মৃত!
চিকিত্সায় সর্বস্বান্ত।
মেডিক্লেম,বলছে রোগটা প্রি-এগজিস্ট;প্রমাণ নতুবা নাটাকা।

বকেয়া বাড়ী ভাড়া,তুলে দেয় যদি!
মগজটা এখন সবুজ সর-পড়া নর্দমা যেন!
ভাবে নিজেকে রাজিতা,মন্দিরের
সিঁড়িতে মেয়েকে নিয়ে চট পেতে
ভিক্ষার ছবি!!
গাড়ির জানালায় সস্তার ধূপকাঠি
বিক্রি!!!

বুজকুড়ি কাটছে পচা নর্দমার 
থকথকে তরল।
মশার শূককীট নড়েচড়ে উঠছে,
মন-মাকুটার দড়ি টানাটানি,

বিধস্ত মনটা,আগ্নেয়গিরির গলিত-
লাভা,জমাট বাঁধতে থাকে,
ধী-রে ধী-রে----


ভালোবাসা ২



বাঁশবন,সবুজের হাতছানি,ঝিঁ ঝিঁ
জোনাকির মেলা।
বৈশাখের উত্তর আকাশের অনেকটা জুড়ে সপ্তর্ষিমন্ডল।
মরীচি,বশিষ্ঠ,অঙ্গিরা,অত্রি দক্ষিণে
পুলস্ত্য পশ্চিমে পুলহ,পুলহের 
উত্তরে ক্রতু।

গভীর রাত,লক্ষ্মীপেঁচা আমগাছের
ডালে বসে ডাকছে।
দূরের ছায়া ছায়া পাহাড়ের পাদ-
দেশ থেকে পাখি ডাকছে।
কপারস্মিথ---নদীর ওপারে দোসর
সাড়া দিচ্ছে টাক্যু টাক্যু।

আমার বুকেও অনেক কামনা-
বাসনা কপারস্মিথের মতো।
আমার ভালবাসার ঠোঁটের কোণে
দেখেছি,জলফড়িং এর ডানার মতো,
একটা তিরতির করে কাঁপতে থাকা হাসি।

ওভাবে হেসোনা,বুকের মধ্যে সব
কিছু গলে যায়।
চোখের পাতার উপর একটা কালো তিল,ঘাড়ের কাছে একটা,
বুকের ভাঁজে আরও তিনটি,
আমায় চুরি করে দেখতে হয়!

আমার ভিতরের পাগলটাকে 
অনেক কষ্টে চাপা রেখেছি!
আমাকে সুস্হ থাকতে দাও!
আমাকে পবিত্র থাকতে দাও!
আমার বড় কষ্ট,তুমি বুঝবে না!
ফুলের গন্ধ,ধূপের গন্ধ,চান করে
ওঠা শরীরের বিবশ করা গন্ধ!

ভাবতে চাইনা,সারা শরীর কাঁপছে
জ্বর এলো?
ডাক্তাররা কি জানেন কত রকমের জ্বর আসে মানুষের শরীরে?


অসীম মালিক








হুগলি জেলার আরামবাগের এক প্রত্যন্ত গ্রাম শীতলপুর l এই গ্রামেই 14 ই জানুয়ারী , 1983 সালে এক দারিদ্র পরিবারে আমার জন্ম l জেদ এবং অধ্যবসায়ে ইংরেজিতে স্নাতক l বর্তমানে পেশায় একজন শিক্ষক l ছোটবেলা থেকেই লেখার প্রতি অসীম আগ্রহ ও হাতেখড়ি l আজ পর্যন্ত যা সচল l প্রথম কাব্যগ্রন্থ 'পেন্ডুলামটা দুলছে'l যা 2008 সালে প্রকাশ পায় l সৃজন , মানভুম সংবাদপত্র , আর্থিক লিপি , ঈশ্বরকণা , কলেজস্ট্রীট , সময় সংকেত , উদ্ভাস প্রভৃতি পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে l ভালোবাসি ছবি আঁকতে এবং ভ্রমণে যেতে l




কিছু আলাপ কিছু কথা 
**********************


) কবিতা কি ? :আমার কাছে কবিতা চোখের আলোয় জারিত হওযা এক সুন্দর অনুভূতি l যা হৃদয় পেলে কবিতার দেহ নির্মাণ করে l 

2) প্রিয় কবি ও আমার অনুপ্রেরণা :--শক্তি চট্টোপাধ্যায় l আমার অনুপ্রেরণা আমার মা l যার জন্যই আমার এই কবিতা প্রেম l 

3) কেন লিখি কবিতা :- আনন্দ পাই তাই লিখি l 

4) প্রথম কবিতা ও কাব্যগ্রন্থ :-- সেভাবে প্রথম কবিতার নাম মনে নেই l ছাত্র অবস্থায় অনেক কবিতা লিখেছি l হারিয়ে গেছে l তবে প্রথম প্রকাশিত কবিতা 'অপেক্ষা' l যা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত l প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'পেন্ডুলামটা দুলছে 'l 

5) কবিতা /কবির সঙ্গে পাঠকের সম্পর্ক :--বৃষ্টি ও মাটির মত হওয়া উচিত l 


  

                               কবিতা গুচ্ছ 
                            **************



                     বাসস্ট্যান্ড 


                          

আগমন ও প্রস্থানের কোলাহল গায়ে মেখে
রাস্তাগুলি ছড়িয়ে গ্যাছে চাদ্দিকে ...

যারা এসেছিল ,
কাজ সেরে ফিরে গ্যাছে ঘরে l
বাস ড্রাইভার ,কন্ডাক্টর ,প্যাসেঞ্জার ও ফেরিওয়ালার ডাকে ,বাসস্ট্যান্ডের অলিতে-গলিতে
থেকে গ্যাছে কিছু নমুনা .....

ছড়িয়ে ছিটিয়ে থাকা রাস্তাগুলিকে
এক ছাতার তলায় এনে
আদর্শ হিন্দু হোটেলের গলিতে হারিয়ে যায়নি বাসস্ট্যান্ড !

সম্প্রীতির ঈপ্সিত ইচ্ছেগুলি
বাসের সিটে সিটে ছড়িয়ে দিয়ে
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মুখ হয়ে দাঁড়িয়ে
একাকী ,নীরব বাসস্ট্যান্ড .....

প্যাসেঞ্জার ঘরে নিয়ে আসেনি বাসস্ট্যান্ডের মুখ !





               পাখির ভূগোল 


                 

একটি সারস ,কদম গাছের ডালে বসে ,
রোজ ভূগোল পড়ায় l

আমাদের ভূগোল দিদিমণি ,ঘরের দাওয়ায় বসে
ছেলেকে ভূগোল পড়াতে পড়াতে ,
নিবিষ্ট মনে পড়ে পাখির ভূগোল l

যে ভূগোল থেকে চোখ সরালেই
ঘর ,কিছুতেই পাড়া হয়ে ওঠেনা l
পাশের বাড়ির প্রাচীরে ,ভূগোল দিদিমনির
দৃষ্টি এসে থমকে দাঁড়ায় l

সারস ভূগোল পড়াতে পড়াতে ,
তিতলিদের রান্নাঘরের চালে এসে বসে l
উড়তে উড়তে কানাইদের বেড়া অতিক্রম করে যায় l

আমাদের ভূগোল দিদিমনি ,উড়তে না পেরে
ধূসর মানচিত্র হয়ে যায় ....




তুমি কাঁদবে না কলকাতা 


               

যে মেয়েটি আমার ঘরের ভিতর
শত শত আলোকবর্ষ দূরের
উজ্জ্বল নক্ষত্র জ্বালিয়ে রেখেছে l
যে মেয়েটি আমার ঘরের ভিতর
অফপিরিয়ডের গল্প সাজিয়ে
আমার পথ চেয়ে বসে
                 ছাতিম গাছের তলায় ,
যে মেয়েটি আমায়
                 সুনীলের নীরাকে চিনতে শিখিয়েছে l
গীতবিতানের আকাশে উন্মুক্ত করেছে
আমার ঘরের জানালা ...
তোমাকে ঠিক সেই মেয়েটির মত দেখতে l
যে সুনীলের নীরাকে ধর্ষিতা হতে দেখে ,
চালের বাতায় গুঁজে রেখেছে ---
                      তরুণ কবির কলম l
তোমাকে ঠিক সেই মেয়েটির মত দেখতে l
যে মেয়েটির ঘোমটায় আত্মগোপন করেছে ,
তৈল চিত্রে আঁকা ভারত ...
যে মেয়েটির চোখে রানাঘাট ,
                         একটি পোড়া রুটির মত চাঁদ l
সেই মেয়েটি আমার ঘরের ভিতর ,
মৌন মোমবাতি মিছিল দেখে ---
                        মোমের মত পুড়তে পুড়তে বলেছে ,
আমিই তোমাদের নীরা ,
আমার ভীষণ জ্বর হয়েছে

তুমি কাঁদবে না কলকাতা ?








এবছর কেমন গোলাপ ফুটেছে 

                 



জানতে ইচ্ছে করে ,
খুব জানতে ইচ্ছে করে l
যদিও জানলে কষ্ট হয় ,
আবার না-জানলেও বুকে ব্যথা হয় l

পথে-ঘাটে রাস্তায় প্রিয়জনদের সাথে দেখা হলে ,
জিজ্ঞেস করি ,কেমন আছ ? সবাই ভাল আছে তো ?
চোখের জমিতে এবছর ফসল কেমন ফলল ,
হাসি ,দুঃখকে স্পর্শ করতে পারল কিনা !
নদীপ্রেম ,পুনরায় কি লাশ হয়ে ভেসে গেল ?

পুব জানালার রোদ ,বৃষ্টি ,ঝড় ...
ওরা কেমন আছে ? সবাই ভাল আছে তো ?
বুড়িবসন্ত ,চুকিতকিত,ড্যাংগুলি ,রুমালচুরি ....
ওরা সবাই কেমন আছে ?

তালপুকুরের পাড়ে বুড়ো বটগাছটায় ,
আজও শৈশব দোল খায় তো ?
ডোবার জলে রেখে আসা ,
আমার শ্যাওলা ধরা শৈশবের চোখ
কেউ কি খুঁজে পেয়েছে ?
কেষ্টবাবুর বাগানে ,তাল তাল কমলালেবুতে লেপ্টে থাকা
দুরন্ত কৈশোর কি দুরন্ত দুপুর ছুঁয়েছে ?

জানতে ইচ্ছে করে ,
খুব জানতে ইচ্ছে করে l
তোমার মধ্যে যে নদী দেখেছি ----
এখন তার সঙ্গে মেঘের সম্পর্ক কেমন ?

ভালবাসা ,তোমার চোখের বাগানে ---
এবছর কেমন গোলাপ ফুটেছে ?

মেঘের উদরে ,তুমি উত্তরটা রেখে গিয়ো কিন্তু l





একগুচ্ছ গোলাপের জন্য




এক ফোঁটা বৃষ্টির জন্য ,
হাজার হাজার সম্ভাবনার জন্য
সমুদ্রের নিকট সুপারিশ করল রোদ l

জলীয় বাষ্পের নিকট সুপারিশ করল মেঘ ,
মেঘের নিকট সুপারিশ করল বাতাস l

মেঘ দেখাল ,
তার শরীরে অফুরন্ত সবুজ l

সবুজের জন্য ,
গোলাপী ঠোঁটের জন্য
একটি গাছের নিকট সুপারিশ করল বৃষ্টি l

একগুচ্ছ গোলাপের জন্য ,
একটি মনোরম বাগানের জন্য ,মানুষের নিকট
সুপারিশ করতে পারলনা বৃষ্টি ....।