নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসীম মালিক








হুগলি জেলার আরামবাগের এক প্রত্যন্ত গ্রাম শীতলপুর l এই গ্রামেই 14 ই জানুয়ারী , 1983 সালে এক দারিদ্র পরিবারে আমার জন্ম l জেদ এবং অধ্যবসায়ে ইংরেজিতে স্নাতক l বর্তমানে পেশায় একজন শিক্ষক l ছোটবেলা থেকেই লেখার প্রতি অসীম আগ্রহ ও হাতেখড়ি l আজ পর্যন্ত যা সচল l প্রথম কাব্যগ্রন্থ 'পেন্ডুলামটা দুলছে'l যা 2008 সালে প্রকাশ পায় l সৃজন , মানভুম সংবাদপত্র , আর্থিক লিপি , ঈশ্বরকণা , কলেজস্ট্রীট , সময় সংকেত , উদ্ভাস প্রভৃতি পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে l ভালোবাসি ছবি আঁকতে এবং ভ্রমণে যেতে l




কিছু আলাপ কিছু কথা 
**********************


) কবিতা কি ? :আমার কাছে কবিতা চোখের আলোয় জারিত হওযা এক সুন্দর অনুভূতি l যা হৃদয় পেলে কবিতার দেহ নির্মাণ করে l 

2) প্রিয় কবি ও আমার অনুপ্রেরণা :--শক্তি চট্টোপাধ্যায় l আমার অনুপ্রেরণা আমার মা l যার জন্যই আমার এই কবিতা প্রেম l 

3) কেন লিখি কবিতা :- আনন্দ পাই তাই লিখি l 

4) প্রথম কবিতা ও কাব্যগ্রন্থ :-- সেভাবে প্রথম কবিতার নাম মনে নেই l ছাত্র অবস্থায় অনেক কবিতা লিখেছি l হারিয়ে গেছে l তবে প্রথম প্রকাশিত কবিতা 'অপেক্ষা' l যা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত l প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'পেন্ডুলামটা দুলছে 'l 

5) কবিতা /কবির সঙ্গে পাঠকের সম্পর্ক :--বৃষ্টি ও মাটির মত হওয়া উচিত l 


  

                               কবিতা গুচ্ছ 
                            **************



                     বাসস্ট্যান্ড 


                          

আগমন ও প্রস্থানের কোলাহল গায়ে মেখে
রাস্তাগুলি ছড়িয়ে গ্যাছে চাদ্দিকে ...

যারা এসেছিল ,
কাজ সেরে ফিরে গ্যাছে ঘরে l
বাস ড্রাইভার ,কন্ডাক্টর ,প্যাসেঞ্জার ও ফেরিওয়ালার ডাকে ,বাসস্ট্যান্ডের অলিতে-গলিতে
থেকে গ্যাছে কিছু নমুনা .....

ছড়িয়ে ছিটিয়ে থাকা রাস্তাগুলিকে
এক ছাতার তলায় এনে
আদর্শ হিন্দু হোটেলের গলিতে হারিয়ে যায়নি বাসস্ট্যান্ড !

সম্প্রীতির ঈপ্সিত ইচ্ছেগুলি
বাসের সিটে সিটে ছড়িয়ে দিয়ে
ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মুখ হয়ে দাঁড়িয়ে
একাকী ,নীরব বাসস্ট্যান্ড .....

প্যাসেঞ্জার ঘরে নিয়ে আসেনি বাসস্ট্যান্ডের মুখ !





               পাখির ভূগোল 


                 

একটি সারস ,কদম গাছের ডালে বসে ,
রোজ ভূগোল পড়ায় l

আমাদের ভূগোল দিদিমণি ,ঘরের দাওয়ায় বসে
ছেলেকে ভূগোল পড়াতে পড়াতে ,
নিবিষ্ট মনে পড়ে পাখির ভূগোল l

যে ভূগোল থেকে চোখ সরালেই
ঘর ,কিছুতেই পাড়া হয়ে ওঠেনা l
পাশের বাড়ির প্রাচীরে ,ভূগোল দিদিমনির
দৃষ্টি এসে থমকে দাঁড়ায় l

সারস ভূগোল পড়াতে পড়াতে ,
তিতলিদের রান্নাঘরের চালে এসে বসে l
উড়তে উড়তে কানাইদের বেড়া অতিক্রম করে যায় l

আমাদের ভূগোল দিদিমনি ,উড়তে না পেরে
ধূসর মানচিত্র হয়ে যায় ....




তুমি কাঁদবে না কলকাতা 


               

যে মেয়েটি আমার ঘরের ভিতর
শত শত আলোকবর্ষ দূরের
উজ্জ্বল নক্ষত্র জ্বালিয়ে রেখেছে l
যে মেয়েটি আমার ঘরের ভিতর
অফপিরিয়ডের গল্প সাজিয়ে
আমার পথ চেয়ে বসে
                 ছাতিম গাছের তলায় ,
যে মেয়েটি আমায়
                 সুনীলের নীরাকে চিনতে শিখিয়েছে l
গীতবিতানের আকাশে উন্মুক্ত করেছে
আমার ঘরের জানালা ...
তোমাকে ঠিক সেই মেয়েটির মত দেখতে l
যে সুনীলের নীরাকে ধর্ষিতা হতে দেখে ,
চালের বাতায় গুঁজে রেখেছে ---
                      তরুণ কবির কলম l
তোমাকে ঠিক সেই মেয়েটির মত দেখতে l
যে মেয়েটির ঘোমটায় আত্মগোপন করেছে ,
তৈল চিত্রে আঁকা ভারত ...
যে মেয়েটির চোখে রানাঘাট ,
                         একটি পোড়া রুটির মত চাঁদ l
সেই মেয়েটি আমার ঘরের ভিতর ,
মৌন মোমবাতি মিছিল দেখে ---
                        মোমের মত পুড়তে পুড়তে বলেছে ,
আমিই তোমাদের নীরা ,
আমার ভীষণ জ্বর হয়েছে

তুমি কাঁদবে না কলকাতা ?








এবছর কেমন গোলাপ ফুটেছে 

                 



জানতে ইচ্ছে করে ,
খুব জানতে ইচ্ছে করে l
যদিও জানলে কষ্ট হয় ,
আবার না-জানলেও বুকে ব্যথা হয় l

পথে-ঘাটে রাস্তায় প্রিয়জনদের সাথে দেখা হলে ,
জিজ্ঞেস করি ,কেমন আছ ? সবাই ভাল আছে তো ?
চোখের জমিতে এবছর ফসল কেমন ফলল ,
হাসি ,দুঃখকে স্পর্শ করতে পারল কিনা !
নদীপ্রেম ,পুনরায় কি লাশ হয়ে ভেসে গেল ?

পুব জানালার রোদ ,বৃষ্টি ,ঝড় ...
ওরা কেমন আছে ? সবাই ভাল আছে তো ?
বুড়িবসন্ত ,চুকিতকিত,ড্যাংগুলি ,রুমালচুরি ....
ওরা সবাই কেমন আছে ?

তালপুকুরের পাড়ে বুড়ো বটগাছটায় ,
আজও শৈশব দোল খায় তো ?
ডোবার জলে রেখে আসা ,
আমার শ্যাওলা ধরা শৈশবের চোখ
কেউ কি খুঁজে পেয়েছে ?
কেষ্টবাবুর বাগানে ,তাল তাল কমলালেবুতে লেপ্টে থাকা
দুরন্ত কৈশোর কি দুরন্ত দুপুর ছুঁয়েছে ?

জানতে ইচ্ছে করে ,
খুব জানতে ইচ্ছে করে l
তোমার মধ্যে যে নদী দেখেছি ----
এখন তার সঙ্গে মেঘের সম্পর্ক কেমন ?

ভালবাসা ,তোমার চোখের বাগানে ---
এবছর কেমন গোলাপ ফুটেছে ?

মেঘের উদরে ,তুমি উত্তরটা রেখে গিয়ো কিন্তু l





একগুচ্ছ গোলাপের জন্য




এক ফোঁটা বৃষ্টির জন্য ,
হাজার হাজার সম্ভাবনার জন্য
সমুদ্রের নিকট সুপারিশ করল রোদ l

জলীয় বাষ্পের নিকট সুপারিশ করল মেঘ ,
মেঘের নিকট সুপারিশ করল বাতাস l

মেঘ দেখাল ,
তার শরীরে অফুরন্ত সবুজ l

সবুজের জন্য ,
গোলাপী ঠোঁটের জন্য
একটি গাছের নিকট সুপারিশ করল বৃষ্টি l

একগুচ্ছ গোলাপের জন্য ,
একটি মনোরম বাগানের জন্য ,মানুষের নিকট
সুপারিশ করতে পারলনা বৃষ্টি ....।

কোন মন্তব্য নেই: