নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বিকি দাস






কবির পরিচয়
~~~~~~~~
১৯৯৪ - সালের ২১ মার্চ, বিশ্ব কবিতা দিবসের দিন, নদিয়া জেলার রানাঘাট শহরে জন্মগ্রহণ করেন কবি বিক্রম দাস ( বিকি )  বাবার নাম বিশ্বজিৎ দাস, মায়ের নাম কল্পনা দাস, ও একমাত্র বোন উষা দাস কে নিয়ে তাদের ছোট্ট সুখি সংসার।

দরিদ্রতার মধ্যে লেখাপড়া করেছেন কবি। ছোট্টবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু অর্থাভাব তাকে উচ্চশিক্ষায় পৈছাঁতে দেয়নি। খুব ছোট্টবেলা থেকেই কর্মসুত্রে পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের বিভিন্ন যায়গা ঘুরেছেন। এখন তিনি দেশ পারি দিয়ে বিদেশে চাকুরী করছেন। U.A.E - দুবাইতে বর্তমানে প্রতিষ্ঠিত কম্পানিতে চাকুরী করছেন। তবে উনি বিদেশে থাকলেও দেশ ও বাংলা ভাষা কে প্রচন্ড ভালোবাসেন।

জীবনে এক প্রতিকুল অবস্থায় দাঁড়িয়ে তিনি কবিতা লিখেছেন। একের পর এক কাব্যগ্রন্থ উপাহার দিয়েছেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৬ তে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবিদের সাথে যৌথ কাব্যগ্রন্থ " আবৃত্তির নতুন কবিতা " উপহার দিয়েছেন।
এবছর প্রকাশিত হয়েছে, মিলন তিথি ও ইচ্ছে আলোর ডানা কাব্যগ্রন্থ।

একুশে বইমেলা বাংলাদেশ থেকে যৌথ কাব্যগ্রন্থ " কবিতার মোহনায়, প্রেম পিরিতের সাতকাহন, বিষাদের কালো মেঘ, জীবনের যত কাব্য, গল্প জীবনে প্রতিচ্ছবি, " প্রকাশ করেছেন।
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখে সুনাম অর্জন করেছেন।
গুরুজনদের আশীর্বাদ ও পাঠক বন্ধুদের ভালোবাসায়, আধুনিক কবিতা নিয়ে এই যৌথ প্রয়াস ।।


কিছু আলাপ কিছু কথা 
****************

১) আপনার কাছে কবিতা কি ? 
উত্তর: আমার কাছে কবিতা মানে জীবন। মানুষের জীবনের ভাষা, কল্পনা, চিন্তা, চেতনার নাম কবিতা।
২)আপনার প্রিয় কবি কে ?আপনার কবিতা লেখার অনুপ্রেরণা কে বা কি ? 
উত্তর:  আমার প্রিয় কবি বাংলাদেশের হেলাল হাফিজ। আমার অনুপ্রেরণা শ্রদ্ধেয় জয় গোস্বামী, কারন আমার খুব বাড়ির কাছেই তার বাড়ি ছিলো। তার কথা এবং সাহিত্য অনুপ্রেরণা দেয়।
৩) আপনি কবিতা লেখেন কেন ? 
উত্তর: আমি যে খুব ছোট্টবেলা থেকে লেখালেখি করি ঠিক তাই না। কিন্তু আমার জীবনে একটা কঠিন সময় আসে যখন বেঁচে থাকার অবলম্বন হিসাবে আমি কবিতা বুকে জড়িয়ে নিয়।
তবে আমি কবিতা পড়তে সব সময় খুব ভালোবাসতাম।
৪)আপনার লেখা প্রথম কবিতা  ও কাব্যগ্রন্থের নাম কি ?
উত্তর:  যদি প্রথম কবিতা বলি তাহলে মজার ছড়া লিখেছিলাম " সিঙ্গারা  " ২০০৭ সালে উদয়ন নামে স্কুল ম্যাগাজিন রানাঘাট, নদিয়া থেকে প্রকাশিত হয়।
কিন্তু আমার প্রথম কাব্যগ্রন্থ ২১ শে বইমেলা ২০১৬ বাংলাদেশ থেকে " দুই পাখির কথা " প্রকাশিত হয়। এবং এই বইটির জন্য আমি একটি পুরুষ্কারও পাই।
৫)কবি/কবিতার সঙ্গে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত ? 
উত্তর:  বই প্রেমী বা সাহিত্য প্রেমী বন্ধুদের ঠিক আমি পাঠক বলি না। কবি শুধু কবিতা সৃষ্টি করে কিন্তু, কবিতা ঠোঁটে নিয়ে যে পাখি পড়ছে সে বন্ধু, শব্দ বন্ধু, ভাবনা বন্ধু।
আমার মনে হয় ফেসবুকে কবি ও পাঠকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত। কারন সেখানে কবি ও পাঠকদের সরাসরি কথা বলার জায়গা থাকে।



                   কবিতা গুচ্ছ
                 *********


আমার শহর খুব অন্ধকার
*******************

শীতের কাছে ক্লান্ত আমার রাত,
লেপমুড়ি দিয়েছে ফুটপাত।
ইট বালিশে ঘুমিয়ে পাগলী,
ব্লাউজের উপর যুবক পশুর হাত।
ঘণ্টাখানেক রক্তাক্ত চিৎকার,
মৃত দেহ, দুইবার বলৎকার।
ভয় পেয়েছে রাতের জোনাকি, 
আমার শহর খুব অন্ধকার.......
বেওয়ারিশ দেহ জ্বলে না ভাই,
নদীর পাশে চিল, শকুনি খায়।
আজব দেশের সস্তা এই নীতি,
বিচার আছে, যার টাকার গন্ধ গায়।
আজ শহরে খুব অন্ধকার,
মানুষ হয়ে বাচাঁর কি দরকার ____




এই ঘর এই সংসার 
 **************

আমার পাশের বাড়ির বৃদ্ধা, মৃত্যুর কিছুদিন আগে রোজ বারান্দায় এসে বসতেন।
তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন........
"আমার সব কাজ শেষ, ও বিধাতা আমার হিসেব বুঝিয়ে দাও। আমি ফিরে যাবো "।

সেই দৃশ্য দেখে আমি ছুটে আসতাম আমার ঘরে। হ্যা যেই ঘর টা আমার বলেই জানি। দেখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অভিমান, রাগ, হিংসা, আর কিছু অহংকার।
আমি চিৎকার করে আয়না দিকে তাকিয়ে বললাম......
"মানুষের কি আদৌ কোনো ঘর হয়"______






  রক্ত লেখা 
********



একটা মানুষের কত মৃত্যু হবে,
আর কতবার পিষে দেবে আমায়।
বুকের কষ্টগুলি এবার হাসছে,
তোমার ষ্পর্শগুলি এবার হাসছে।
হৃদয়ে লুকানো লাল তরোয়াল
এখন চিৎকার করে বলছে _

"একটা স্বপ্ন নিয়ে আসো,
একটু প্রেম নিয়ে আসো,
একটা সকাল নিয়ে আসো "

বোবা ঠোঁট দুটি বারবার বলছে,
লাথি মেরো না মুখে।
এই মুখে ভালোবাসি বলেছি তোমায়।
এই মুখ কিভাবে রক্তাক্ত করলে তুমি।

তাকিয়ে দ্যাখো,
তোমার জুতোর নিচে লেগে আছে যে রক্ত।
সেখানেও আমার ভালোবাসা আছে।
সেখানেও আমার ভালোবাসা আছে।




প্রেমিক 
******


তুমি কখনো সমুদ্রে গেছো প্রেমিক?
ঝিনুক কি দেখেছো,
নোনা জলে হৃদপিন্ডের কাছাকাছি,
কি বিচ্ছিরী ভাবে মুক্ত লুকিয়ে রাখে।

অথচ একটা মেয়েকে দ্যাখো,
কত যত্নে সেই মুক্ত,
নিজের গলায় সাজিয়ে রাখে।





ইস্তেহার 
******



ভালবাসা এক নিত্যনতুন শোক
     প্রেম তবু আজ সবার বুকে হোক।
বৃষ্টি জলে সবাই সাদা কালো
     শক্ত ঠোঁটে কাকাতুয়া ভালো।

ভালো বুঝি ঐ রঙিন ঘরের মাছ
     কবিতা লিখছে জানলা বন্ধ কাঁচ।
পিয়ানো বাজায় অব্যক্ত সারগাম
     ক্যালকুলেটরে ভালবাসার দাম।

দাম দিয়েই তো কিনেছি বদনাম
    তাই প্রেমের কাছে মৃত্যু রাখলাম।


কোন মন্তব্য নেই: