নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জ্যোতির্ময় মুখার্জি








কিছু আলাপ কিছু কথা 
****************



১। কবিতা কী?
উত্তরঃ প্রশ্নহীন এবং অবশ্যই উত্তরহীন একটি বোধের নামই কবিতা।
অবশ্য, কবিতা লেখার সময় ওসব কিছু ভাবিনা,
কবিতা = কবিতা এই সূত্রে লিখে ফেলি যাহোক কিছু একটা।


২। আপনার প্রিয় কবি কে ? কবিতা লেখার অনুপ্রেরণা কে বা কি ?
উঃ কোনো প্রিয় কবি নেই, তবে অনেক কবিতা আছে, যেগুলো খুঁটিয়ে লক্ষ্য করে পথ খুঁজে পাই।

কবিতার জন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয়নি।


৩। আপনি কেন কবিতা লেখেন ?
উত্তরঃ পত্রিকায় প্রকাশিত হবে বলে। নাহলে লিখতাম না। অকারণে কবিতা লেখার কোনো মানে নেই। তবে অকারণে কবিতায় বাঁচা যেতে পারে, না লিখে।

৪। আপনার প্রথম কবিতা ও কাব্যগ্রন্থের নাম কি ?
উঃ  প্রথম কবিতার নাম:
যতটা পুরনো স্কুলের খাতা থেকে খুঁজে পেয়েছি, তাতে প্রথম কবিতা/ছড়া ক্লাস থ্রি'তে। নাম 'বন্ধু' (প্রকাশিত)।

প্রথম প্রকাশিত কবিতা : 'শেষ বিকালের সূচীপত্র'


৫। কবি/ কবিতার সাথে পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত?
উত্তরঃ বলতে পারবো না।

কবি ও কবিতার কোনো দায় নেই পাঠকের সাথে সম্পর্ক রাখার। কেউ না পড়লেও কিছু এসে যায় না।

তবে কবিতা লিখিয়েদের পাঠকের সাথে সুসম্পর্ক রাখার দায় ও দায়িত্ব দুটোই আছে। পাঠকের খিদে বুঝে কবিতা লিখিয়েরা পাঠকের মুখে খাবার তুলে দেবে।



                          কবিতা গুচ্ছ 
                         ********* 




রঙচটা আঁটোসাঁটো বৃত্তে
*****************

শান্তভাবে রাত্রিকালীন সরীসৃপ
             তারও বেশি একদিন
রঙচটা আঁটোসাঁটো বৃত্তে
নাটকীয় সমস্ত কিছুই

               ভক্তিমূলক।দৃষ্টিকটু 







যতটুকু হাতছানি
***********


ধানক্ষেতের গন্ধে উইঢিবি
                          আকার বদলালে
যতটুকু হাতছানি
তর্জনী নামিয়ে রেখো
আমি বৃষ্টি মুখস্থ করি বা পালকের ওম
খুলে রাখা চোখে ঠিক
                        দৃশ্য নয়

জ‍্যামিতিক নির্বাচনে চলমান সর্বনাশ






বেহিসেবি আলিঙ্গনে
**************





ক্রমাগত অনুকরণহীন শব্দে
                        কিছু পরিচিত মুখ
নিঝুম বিকাল আছে
পরিযায়ী পাখি আছে
জ‍্যোৎস্না রাত আছে
                  বা হাতেখড়ি চিলকোঠা
আস্তিন খুললে কিছু বেহিসেবি বিষ
শুকিয়ে গেছে স্তনের চামড়ায়
তুমি হাঁফিয়ে উঠতে পারো
                             বা ক্ষিধে পেলে
বেহিসেবি আলিঙ্গনে

                 খুলে নিও মশারির ভাঁজ






আধখাওয়া দীর্ঘশ্বাস
**************



যে কবিতা'টা মেট্রোতে কুড়িয়ে পেলো
প্রতিশ্রুতি অভ‍্যাসে জড়িয়ে
ইঞ্চিতে ধূলিসাৎ
            ত্রিকোণামিতির সহজ কিস্তি
তুলনায় কবিতার পাপে
                   ছেলেমেয়ে।মেয়েছেলে
শরীর ছেঁড়া
        নতুন ঘোষণা
               ঝুঁকে পড়ছে।ঝুঁকে পড়ছে

কবেকার এক আধখাওয়া দীর্ঘশ্বাস






শর্তসাপেক্ষে এঁটো হাত
****************





সুযোগমতো অবশিষ্ট ইশারায়
পোয়াতির কাঙাল সোহাগ মিশিয়ে
মাংসের শূণ্যতা থেকে

              শর্তসাপেক্ষে এঁটো হাত




কোন মন্তব্য নেই: