নাও গল্প
********
ভাসছে কথারা চিৎপাৎ কখনো বা উপুড়
কেউ কেউ শত্রু শত্রু টাক টাক মাঠে কে!
চিৎপাৎ উপুড় উপুড় শুধু পোড়ে কথারা
গল্পে আদিরস ঢেলেছে তাই বুঝি গিলছো!
তাহলে গল্প শেষকথা! শব্দের বুননে
ও পিরীত সোনা এসো এসো বর্ণপরিচয়ে।
কুমারীরা বড় বড় হলে ভয় উথলে ওঠে!
ও আবাদী কাকে ভয় তোর! দেহরসে লাফাস?
সূর্য নেমেছে গঙ্গায় সটান ভাষা পাড়ে
এ আদি বিষে অলস কিছু এক্ষুনি চাইছে।
নাও গল্প খাও গল্প পেটুক দেহবাদী
কথারা পুড়বে ও পোড়াবে কুমারীর হাতই।