নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসীম মালিক



                     





কাঠের ফুল





সোনাঝুরি গাছের খাটে ঘুমিয়ে সমাজ l 
আশার আলো নিয়ে জেগে ,
কাঠমিস্ত্রির করাত ,ছেনি ,রাঁধা ,হাতুড়ি ...
আর রংমিস্ত্রির তুলি l 

কাঠগোলায় বসন্ত আসেনি ,
শাল ও মেহগিনি গাছের গুঁড়িতে গুঁড়িতে লেগে আছে 
কোকিল পাখির পায়ের ছাপ l 

করাত কলের বাতাসে উড়ছে ,
মিহি মিহি কাঠের গুঁড়ো l 
গোলায় ফুটেছে করাত ফুল ...

পলাশ ফুলের কবিতা কণ্ঠে নিয়ে উড়ে যাচ্ছে 
কতশত রঙিন প্রজাপতি l 
কিন্তু তারাও খাটের পায়ায় শিকড় ছড়াতে পারেনি ,
তাই ঘরময় ফুটেছে কাঠের ফুল l 

জানালাটা খুলে দাও ,
ভেসে আসুক সোনাঝুরি গাছের অক্সিজেন l

কোন মন্তব্য নেই: