নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

বর্ষা তুমি : শিবানী বাগচি



বর্ষা তুমি অঝোর ধারায়,
সকাল বিকাল সন্ধ‍্যা সাঁঝে!
অনুভূতির ভাল লাগা,
মন লাগেনা তাইতো কাজে!

ঘন মেঘে আকাশ ভরা,
গুড় গুড় গুড় শব্দ মাতন!
উঠছে হাওয়া তাল মিলিয়ে,
নুপূর পায়ে ছন্দে নাচন!

বর্ষা তুমি দুষ্টু ভারী,
সময় টুকু;তাও মনে নেই?
ইচ্ছে হলেই ঝরছো কেবল-
তোমায় ছুঁয়ে লাগছে ভালই!

ভিজছি তো বেশ ছাতার তলে,
পথ ঘাট সব জলেই ভরা!
বৃষ্টি আমি তোমার সাথে;
ভিজবো;হবো আত্মহারা!

ভিজছে মাঠ চাষের জমি,
সবুজ মাখা দূর বনানী -
হাওয়ার মৃদু একটানা দোল,
নুপূর পায়ে বৃষ্টি রানী!

ফলে ফুলে ভরলো ভূবন,
মন ভ্রমরার গুঞ্জরণ;
বইছে হাওয়া;শীতল ছোঁয়া,
মন উদাসী একতারা মন!

উজাড় করে স্বপ্ন বোনে,
চাষের জমি,খাটছে চাষী।
ফলবে ফসল ,ভরবে গোলা;
অনুভবে,প্রানের খুশী!

বর্ষা রানী তোমায় দেখে,
ময়ূর কেমন পেখম তোলে!
প্রেম সোহাগী বন ময়ূরী,
নাচছে কেমন পায়ের তালে!

তোমার নাচন বাড়লো বুঝি;
ভাসল জমি,গরীব চাষী-
ঘর বাড়ী সব কোথায় গেল;
জলের তলার স্বপ্ন গুলো?

ঝরছো কেন এবার থামো!
ঝর ঝরিয়ে ঝরছো কেন?
আর কতকাল ঝরবে শুনি;
সৃষ্টি ছাড়া ঘ‍্যান ঘ‍্যানানী?
.

কোন মন্তব্য নেই: