পাঁচিলের উপরে পেরেকগুলো ভেজারোদে মাখামাখি
দুটো শালিখ সেই উল্টানো পেরেকের শাসানি ভুলে
নাচছিল
খুনসুটি করছিল
আর বৃষ্টিতে ভিজছিল
এখন আইনত বসন্তের শেষ
বর্ষার ধারা নামে ঝুরঝুরে আইনের মত
এখন কি খুব দরকার ছিলো
বৃষ্টির ?
বসন্ত শেষ হয়নি এখনও
টিকিট হাতে দাঁড়িয়ে আছে গ্রীষ্ম
বৃষ্টির কনভয় কোথাথেকে ঢুকে গেল
অকাল নিয়মে?
দরকার ছিল কি খুব ... এ বসন্তের শেষে
আকাশ-মেঘ আর দেবদারু গাছের দুঃখ দুঃখ খেলা?
দেবদারু পাতা থেকে স্রোত
নেমে এল অন্ধকূপ থেকে
নিদ্রা গেছেন দেব
অপ্সরীদের এখন ঋতুকালীন ছুটি
ভেজা শিথিল রোদ্দুর
স্নান সেরে হেসে ওঠে বিফল বসন্ত
ভেজা হাসি থেকে ঝরে
পারলৌকিক ফোঁটা
কান্না যদি বলা যায় সেই সব অকাল বৃষ্টিস্বরে
কবুতর মন তবে
ভেঙেচুরে নেমে আসা
আকাশ আঁকড়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন