অনেকদূর চলে যেতে যেতে
মনে হয় বলতে ভুলে গেছি
আসি বলে আসতে ,
আমার অপেক্ষায় বুড়ি মা
এখন অস্হির হয়ে আছে ।
তবু হাঁটছি চোখের জল মুছে
সামনে রুক্ষতা , সবুজ হারিয়ে গেছে , দেওয়ালেতে রক্তের দাগ যেন মানচিত্র ।
কে কাকে চিনতে পারছে বা পারবে কিনা তা নিয়ে শীতল প্রতিযোগিতা ।
তবু হাঁটছি অনেকদূর , রুক্ষতা
কুটিল কিংবা জটিল জীবন পেরিয়ে ,
অপেক্ষায় আছে বুড়ি মা , চোখের জল অবিরাম ,
এক বিষন্ন অপেক্ষায় .... ।
মনে হয় বলতে ভুলে গেছি
আসি বলে আসতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন