প্রকৃতি আজি সেজেছে আবার
নববর্ষার সাজে,
স্নিদ্ধ শান্ত বারিধারায়
মনেতে মৃদঙ্গ বাজে৷
তাল সুপারি গাছের সারি
নৃত্য করেই চলে,
দীঘির জলের সমুখ পানে
ঢলা ঢলি খেলে৷
শান্ত বাগান উঠেছে মেতে
নিত্যনতুন তানে,
মনটা আমার উথালপাতাল
বর্ষামঙ্গল গানে৷
ঈশানকোণে মেঘের ফাঁকে
সূর্য্য মারেন উঁকি,
বৃষ্টি শেষে আবার নতুন
দিবার আলো দেখি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন