নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

এক আঁচলা জল:- সুমিত মোদক



হরপ্পা নগর থেকে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে ঠিকই পৌঁছে যাবো তোমার কাছে ;
সেদিন কি তুমি চিনতে পারবে আমাকে  !
চিনতে পারবে কি তোমার সেই পোড়া মাটির পুতুল !
যে গুলো নিয়ে তোমার মেয়েবেলার পুতুল খেলার দিন ;
সে গুলো সযত্নে আজও রেখে দিয়েছি নিজের কাছে ;
#
সেই হরপ্পা সভ্যতার অন্তিম থেকে আজও খুঁজে চলেছি তোমাকে ;
তোমার জন্মচিহ্ন ঠিকই ছিনিয়ে দেবে ;
সে কারণে , যেখানে যেখানে জলের হাহাকার দেখা দেয়  ,
যেখানে যেখানে জলের অভাবে সভ্যতার ধ্বংসের পদধ্বনি শুনি  ,
সেখানেই ছুটে যাই কেবল তোমাকে খুঁজে পাওয়ার আশায় ;
#
সে সময় তো চোখের সামনে দেখেছি কেবলমাত্র জলের অভাবে কিভাবে ধুঁকছিলে ;
ধুঁকছিলে তোমার হরপ্পা সভ্যতা ,
আমার হরপ্পা সভ্যতা ,
আমাদের ভারতবর্ষ  ;
#
কেবল জলের অভাবে ধুঁকতে ধুঁকতে বেরিয়ে পড়ে ছিলে  , শুধুমাত্র তুমি নও , আমি নই ,
আমাদের হরপ্পা সভ্যতার প্রতিটি মানুষ
মানুষের মিছিল ;
একটা সভ্যতা থেকে আরেকটা সভ্যতার দিকে
জলের সন্ধানে  , বাঁচার সন্ধানে ;
#
রাস্তার দুধরে দেখেছি হাজার হাজার মানুষের মৃতদেহ  , সভ্যতার মৃতদেহ ;
মৃত এক নগরী ....
যে যেদিকে পেরেছে হেঁটে গেছে এক ফোঁটা জলের আশায় , বাঁচার আশায় ;
#
আজও হাঁটছি আমি ;
তুমিও হাঁটছো হয়তো এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে , আরেক সভ্যতার দিকে ;
#
এখানে এখন শ্রাবণের বৃষ্টি ;
ঝমঝম ঝমঝম বৃষ্টি  .  ..
বৃষ্টির জলে ভিজেছি আর ভাবছি কেবল তোমার কথা , তোমাদের কথা ,
আমাদের কথা . .
#
আজ এই সকালবেলায় তোমার জন্য রেখে দিলেন  এক আঁচলা জল , আমাদের জীবন  ।।

কোন মন্তব্য নেই: