হৃদয় মনোনীত একমাত্র উপাসনা তুমি।
আমি দ্বীন প্রেমিক, গত জন্ম ধরে
অপেক্ষায় জেগে আছি
মৃত্যুদ্বীপে...
অকম্পিত বাতাসে ভেসে গেছে আমার
জাহাজ, স্বপ্নের পাল ছিঁড়ে
অসীম সমুদ্রে...
কিনারাহীন ভাসছি আমি
এভাবে ভেসে ভেসে আর কতোদূর
আর কতোটা জন্মান্তর পেরিয়ে
তোমার সান্নিধ্য পাবো?
এই ভেবে, নিদ্রার গভীরে চিৎকার করে
একটি ডাহুক। কুঁয়াশার প্রাচীর -
ভেঙে পালাতে চায়...
ঠা ঠা রোদ্দুরে, ভরা ফসলের মাঠে
বাঁকা আলপথ হেঁটে হেঁটে
আঙুল ছুঁতে চায় -
জলের চিবুক।
শুধু একবার,
প্রীতি উদ্বেলিত চোখ
খুব কাছে থেকে তোমাকে দেখুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন