এসব লেখা ! সব জঞ্জাল -
ছাইয়ের মতো কিছু সাদা ধুসর ছেঁড়া কথা।
মাঝেমাঝে অসহ্য গরমে তেঁতেওঠে অসহায় -
তেঁতুলের মতো তিতিয়ে রাখে হলুদ থালা,
সব ছুঁড়ে দিই শূন্যে, পুকুরে -
কেউ নেয়না, উন্মাদ কথাদের--
এভাবে বকের মতো ফিরতে পারিনা বাসায় !
এভাবে একা থাকতে পারিনা নিরবে ঘরদাওয়ায়-
এত জঞ্জালে পুড়তে কতটা আগুন আর বিষাদ লাগে !
প্রেম নেই মরু- শিলা থেকে কঠিনতর শিলায়-
এতবার পণ ভেঙে আমাকে লিখিয়ে নেয়--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন