সুখটা তো তার কাঙ্খিত
ভালো থাকার তরে
তবু সে আজ বঞ্চিত
স্বপ্ন ভাঙার ঝড়ে ।
খেলছে তবু জীবন খেলা
ভাঙা গড়ার তালে
সুপ্ত আছে গল্প মেলা
হৃদয় সেঁচা জলে।
কেউ রাখেনি খোঁজ
কেমন করে হারিয়ে গেছে
যত্নে গড়া স্বপ্নগুলো রোজ।
ভীষণ কঠিন ক্লান্ত দুটো চোখ
হারিয়ে গেছে জলছবিরই রঙ
আজ তো তার বজ্র কঠিন বুক
কল্পনাতেও আজ পড়েছে জং।
জীবন মানে এক অঙ্কের নাটক
অভিনয়টা নিখুঁত করা চায়
সত্যিগুলো রঙের নীচে আটক
ভরঙ পাবে সবার কাছে সায়।
তাইতো তার একলা চলার পথে
তার শূন্য ক্যানভাসে
কেউ থাকেনি সাথে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন