নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আয়ুরেখার আত্মচরিত.. নয়নাভ বিশ্বাস



আয়ু রেখা দ্বিখন্ডিত। সন্ধ্যাবেলায় পথে আমি,
গাড়ির আলো পড়লে চোখে, অচেতনেই থামি।

শ্যাম পার্কের উল্টোদিকের মোড়ের মাথায় চায়ের দোকান,
ট্যাক্সিওয়ালার মুঠোফোনে বাজতে থাকে বব ডিলান।

ধোঁয়া ওঠা চায়ের ভাড়ে চুমুক দিই আর ভাবি,
আকাশের ঐ চাঁদটা আজ কিঅপরূপআর মায়াবী!

অনেক কথা লিখব ভাবি, অনেককিছু লিখেও ফেলি,
ঘাের কাটলে ব্যাকস্পেসে সবটা গিলে, সামনে চলি।

বন্ধুরা সব ব্যস্ত মানুষ, জীবন নামের যুদ্ধে শামিল।
আমিও সামিল আমার মতো, মনের মানুষ বড়ই অমিল।

শহর জোড়া ত্রিফলা আলােয় ক্লান্ত আমি, এ পথ চলি,
লােডশেডিং। চাঁদের আলােয় স্নাত আমার শহরতলি।

শ্রান্ত আমি, পা চলেনা। একটা যদি রিকশা পাই....
আয়ু রেখা দ্বিখন্ডিত। কপাল আমার পাথরচাপা'ই৷৷

কোন মন্তব্য নেই: