যতটা পূর্বনির্ধারিত দূরত্ব এগিয়ে গেলে
সুর্যের কক্ষে গোধূলির শব্দতরঙ্গ বিচ্ছুরিত হয়
সেই খানে ছেলেটি উলম্ব দাঁড়িয়ে
সূক্ষ্মকোণে জ্যা-মিতি করে
চাঁদ যেন আলতামিরা গুহার হলুদ জ্যোৎস্নায় ভাষাস্নান করে
স্তবক থেকে স্তবক
পরস্পর কৃষ্ণচূড়া দেওয়া নেয়া করে---
সুপ্তি ম্যাডামের অনার্স উচ্চারণে প্রবীন বৃষরাশির অবায়বীয় হাসি মুখ-
নীল তন্তু নিজেকে ফাটিয়ে ছায়া বরাবর উড়ছে
নির্দেশনামায় দেখো,
শুখের অনিবার্য কার্নিশে
তখনও আবশ্যিক বিকেলের আসা বাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন