হিংসা বিষে
হিংসা বাষ্পে ছেয়েছে আকাশ
মাটির পৃথিবী রক্তাক্ত।
অমানবিকতার গরল গিলে
মানব জাতি বিধ্বস্ত।
হিংসায় আজ উন্মত্ত পৃথিবী
কেউ চায় না কারো ভাল
জীবশ্রেষ্ঠ হয়েও মানুষ
মানুষের ই চিতা জ্বালো।
কেউ চায় না কারো ভাল
জীবশ্রেষ্ঠ হয়েও মানুষ
মানুষের ই চিতা জ্বালো।
বিশ্বাসের কোন বালাই নাই
প্রতারণার ফাদ পাতা।
স্বার্থসিদ্ধির নিষ্ঠুর খেলায়
কে কাটে কার মাথা?
প্রতারণার ফাদ পাতা।
স্বার্থসিদ্ধির নিষ্ঠুর খেলায়
কে কাটে কার মাথা?
ধর্মের নামে দাঙ্গা করে
গুলি বন্দুক বোম বারুদে।
হাজার অসহায় প্রান মরে
স্বজন হারার দুঃখে কাদে।
গুলি বন্দুক বোম বারুদে।
হাজার অসহায় প্রান মরে
স্বজন হারার দুঃখে কাদে।
মৃত্যু এখন দাড়িয়ে রাস্তায়
খড়্গ নিয়ে হাতে।
সুযোগ পেলেই কাটবে গলা
অন্যায় প্রতিবাদ না হয় যাতে।
খড়্গ নিয়ে হাতে।
সুযোগ পেলেই কাটবে গলা
অন্যায় প্রতিবাদ না হয় যাতে।
মাতৃ জঠরে কাঁপছে শিশু
ভুমিষ্ঠ হবার ভয়ে।
ধরার বায়ু বারুদে ভরা
সে বাঁচবে কি লয়ে?
ভুমিষ্ঠ হবার ভয়ে।
ধরার বায়ু বারুদে ভরা
সে বাঁচবে কি লয়ে?
সভ্যতার গায়ে অকাল আধার
চন্দ্রকায়ায় রক্ত দাগ।
সূর্য ডোবে বারুদ স্তুপে
সৃষ্টি স্রোতে ঘূর্ণি পাক।
চন্দ্রকায়ায় রক্ত দাগ।
সূর্য ডোবে বারুদ স্তুপে
সৃষ্টি স্রোতে ঘূর্ণি পাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন