নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সন্দীপ ভট্টাচার্য



       আমি'র কাহিনী 



         
একটা অনুপস্থিতি 
ধাওয়া করে রাত দিন সময় অসময়
স্বপ্নের মতো দীর্ঘ আকাশের মতো বিস্তীর্ন
তাড়া করে ট্রাম বাস রেস্তোঁরা বিছানায়

একটা ঢেউ দুলিয়ে দেয় মন অজান্তে
রক্তাক্ত "আমি" খোঁজে একটা ঠিকানা
ক্লান্ত কেরানি ঘামের বাষ্পে গুমোট মেঘ
মনখারাপি রেলিঙে অপেক্ষা বৃষ্টিঘ্রাণ

আপাত রঙীন আচ্ছাদনে নাগরিক ধুকপুক
দূরত্ব দীর্ঘতর ক্রমশঃ চাওয়া পাওয়ার
হারাচ্ছে কেউ একটু একটু করে সামাজিকতায়
সময় কোথায় ঝড়া পাতার গল্প শোনার

আসলে জ্বলতে থাকা অহরহ
আর জ্বলে পুড়ে ছাই হওয়ার অপেক্ষা
মাঝে কিছু মিথ্যা মনের রঙে বানানো 
আর বাকিটা নির্বাসিত সেই আমি'র কাহিনী

কোন মন্তব্য নেই: