নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সিদ্ধার্থ সিনহামহাপাত্র






মেঘ বন্দনা
 

প্রতিবার এসেছ তুমি,
অপলক দৃষ্টিতে চেয়েছ আমার পানে।
আমি খোলা আকাশের নীচে
অপেক্ষারত তোমার আহ্বানে।
তোমার সিক্ত পরশে
আমি ভিজেছি সর্বক্ষণ।
তুমি আগামীর কামনায়
ভিজিয়েছ গর্ভবতীর ওষ্ঠ।

তোমার পানে চেয়ে শুস্ক ধানের ক্ষেত অপেক্ষায়,
ফসলের কামনায় চাষি করজোড়ে প্রার্থনায়।
তোমার আগমনে ঘোষিত হয় জীবন,
বৃষ্টি তোমার গর্ভধারিণী অমুল্য সন্তান।

হে প্রাণময়ী মেঘরাজী,
তোমার গর্ভজাত সন্তান ফিরুক
মৃতপ্রায় মাতৃভুমির শুস্ক বক্ষদ্বয়ে।
তোমার গর্জনে প্রাণ পাক মেঠো ক্ষেত।
তোমার হৃদয়বীণার সপ্তসুরে
     বেজে উঠুক করমের গান।

কোন মন্তব্য নেই: