"নিকোটিন" মানে যেমন আসক্তিকে বোঝায় ,ধসে যাওয়া ,ধ্বংসমুখী কোনো গতিপথে ঠিকানাহীন কোন গন্তব্য ,ঠিক তেমনি রোজ মরতে থাকা জীবন্ত লাশের গন্ধ মেখে ,হাসি হাসি মুখে বলে উঠা ,"বেশ ভালো আছি "
তাই ছোট্ট প্রয়াস কিছু না বলা কথাকে বলে ফেলার আস্পর্ধায় ,চিমনির গতিপথে বারুদ বারুদ কোলাহলে,বেঁচে থাকার ,বাঁচতে দেওয়ার উপত্যকা ।
রোজ ধর্ষিত হওয়ার মনের বসত বাড়ি হোক তবে এই প্ল্যাটফর্ম ,শেষ ট্রেন চলে যাক না কেন ,অপক্ষা না করেই ,মোমবাতি হয়ে পথ খুঁজে পাক নিয়ম ভাঙার আওয়াজ গুলো , আকাশ গুলো ,রাস্তা গুলো ,...।
ধন্যবাদান্তে,
জ্যোতির্ময় রায়
কার্যকরী সম্পাদক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন