মিসিং লিঙ্ক ও এক আহত পদার্পণ
******************************
ফের দারিদ্রসীমা দূর করছো সেলুলয়েডের পর্দায়,
অথবা মধ্যরাতে শর্করা মিশ্রিত ব্যর্থ অ্যানাইহিলিনে
বা উপনিষদের ব্লাড রিপোর্টে সর্বভুক সাইবেরিয়ায়
কিংবা সাপলুডো খেলার অনিষিক্ত কথোপকথনে?
গঙ্গাবক্ষেই সবেমাত্র উত্থিত এ বুর্জোয়া কবির ঘাম
এ মুক্তমঞ্চ সাজালো কেবল শ্রাবস্তী'র কারুকাজ
কোন গ্রন্থি'তে সাপুড়ে বাজায় নায়িকার বদনাম,
এ কোন সার্কাসে অতিথি তুমি?মহারাজাধিরাজ!
শ্রাবণধারা অস্তাচলে,চলে মস্তানি ফিল্মি দুনিয়াতে,
কিপারের হাতে গ্লাভস্ নেই,তবু তিনি নাকি আছেন
তিনিই আজও ঘুষ খেয়ে যান সৃষ্টির বীজ বুনতে,
অভিজ্ঞতার পাপ ঘোচাতে শিশুর রক্ত মোছেন!
আঁধার ঘনিয়ে চশমার ফাঁকে নরমেধ ব্রিজ তুলি
কোথায় জওয়ান,কে আগুয়ান,কোন পথে সভ্যতা
শক্তিহীনা কর্ম করে,ধর্মঘটে-আঁতকে ওঠে বুলবুলি
কুমির কাঁদলে আজও দেখি রঙ মাখে কলকাতা।
এ পাঞ্চজন্য তোমার নয়,ওনার রণসাজ...
এ কোন সার্কাসে জোকার তুমি?মহারাজাধিরাজ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন