জলছবি
একা একা ভেঙে যাচ্ছি রোজ
একটা হলুদ আকাশে উড়ে যাচ্ছে একটা পাখি
ঠিকানাবিহীন চিঠির মতো
কোত্থাও কোনও অস্থিরতা নেই
পুকুরের জলের মতো স্থির হয়ে আছে সমস্ত রঙ
কাচের আয়নায় ও কার মুখ দেখি
রবাবর আঁকতে হলে জলছবি
অবয়বে ধরতে হয় তার সমস্ত রূপ
যেভাবে আকাশ ধরে রাখে বুকে আস্ত একটা চাঁদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন