নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জয়দীপ রায়





বাংলা জানে  একুশে
*******************





    জানলা ছুঁয়ে কার্নিশ ভেদ করে আসা রোদ
     অ লেখা এক পাঞ্জাবীর উপর         
     পাশের বাড়ির ছেলেটা সদ্য স্কুলের জামা পেয়েছে
     কাকু নাক শিটকে  
     ইংরাজি সাহিত্য শেক্সপীয়র ভুলে তুই
     বাংলা শিখবি বেশ বেশ 
     “আম পাতা জোড়া জোড়া 
     বড় হয়ে বেশ চড়িস ঘোড়া” 
     খিল্লি ওড়ালেন এক পোশাকি 
      হুম নামে বাঙালি ই বটে।
     তার কিনা সকালে সুগার ফ্রি 
     দুপুরের মেনু ভাত কাঁচা লঙ্কা
     আর পোস্ত দিয়ে মাখি
  
   সুইট হার্ট ব্যাপী ভ্যলেন্টাইন মাখা 
   আঁতেল শব্দ গুলো  জ্বর গায়ে থার্মোমিটার মুখে 
   ঘুরে বেড়াচ্ছে আর চড়ছে পারদ 
   বাঙালির লোহিত শ্বেত দিনে দিনে কমতে থাকা 
          অণুচক্রিকায় 
   রবীন্দ্র সরোবর বঙ্কিম সরণি র বদলে
   তাদের আড্ডা জমে শেক্সপীয়র সরণির রোয়াকে
নাম না জানা ভোকাল সঙ
ভোকালিস্টদের তালু চেনে 
আমাগো ভাষা রসগুল্লায়
মেঘের কিনারা খোঁজে 
চটি পেতে ফুটবল 
গোল তুই শালা মোহন বাগান আমি ইস্টবেঙ্গল
এলাইচি মাখা রাস্তার ভাঁড় ছোট্ট চুমুক
 রেডিও বলছে একুশে ওই দিন কি দাদা
 আপনার বোঝার কম্ম নয় 
 খাটি বাঙালি রা সেটা জানে। 
 

কোন মন্তব্য নেই: