নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মনি আহমেদ




এই আমার দেশ ,
***************




এই  আমার  দেশ  রক্তের ঘ্রাণে ,
তৈরী  বাংলা তোমাকে  পাবো  বলে ,
ভালোবাসার  অফুরন্ত  প্রমান  দিয়েছি ,
তোমার   সম্ভ্রম  লুটিয়ে  পড়ার  আগেই ,
বিন্দু  বিন্দু  রক্তে  নিজের  অধিকার প্রতিষ্ঠা করেছি ।

এই  যে  শহীদ  মিনার  মাথা  উঁচু  করে  দাঁড়িয়ে আছে ,
কেমন  একটা  শিহরণ   জাগে  বুকে ------
রফিক ,সালাম ,বড়কত ,এদের  বুকে নিয়ে মাথা
উচ্চু  করে  দাঁড়িয়ে  থাকা  এই  মিনার ,
বাঙ্গালীর  জাতীর  মহান  প্রতিক -----
লাল  সূর্য  মহান  বাঙ্গালীর   আত্মত্যগের প্রেরনা দেয় ।

একবার  মনে  স্কুল  জীবনে  ভাইয়ার  সাথে  শহীদ  মিনারে
প্রথম  যাই  ,আগের  আমরা  সব  ছেলে  মেয়েরা  লিফলেট ,
লিখি রাতে    কাল  ব্যজ  তৈঁরী  করি  সবাই  ,
সকাল  হতে  ভাইয়া  বা  ছাত্র  ইউনিয়ানের  কিছু, ছেলেমেয়ে,
আমাদের  লাইন  করে  আজিমপুর  হয়ে  শহীদ  মিনার ,
খালি  পায়ে  উঠি   ভাইয়া  তখন  শ্লোগান  দিচ্ছিল ।
অসুস্থ  ছিল  এই   শহীদ  মিনারের  পিছনে লুকিয়ে ,
আছে  কত  ত্যাগ  বিরহ  বেদনা ------------

পাশাপাশি  বাংলার  গৌরব গাথা  ,
নিপীরিত  নির্যাতিত  বাঙালি  জাতী  অধিকার বঞ্চিত হয়ে ,
জেগে  উঠেছিল  প্রতিবাদি   সত্ত্বায় -----------।
নিজ  গৃহে  পরবাসি  হয়ে  প্রতিবাদ  প্রতিরোধ করে ,
মৃত্যুর  পথে  এগিয়ে  যাওয়া ----------
ভালবাসায়  জয়  চিরন্তন  ,তাই  চিৎকার  করে ,
বলতে  চাই   মা  তোমায়  ভালোবাসি  জন্ম  জন্মান্তরে।

কোন মন্তব্য নেই: