আমি জীবন খেয়ার দাঁড়ি হয়ে
রয়েছি এই ভবে
তোমার চালানো তরী বেয়ে
তোমায় স্মরি এবে।।
রয়েছি এই ভবে
তোমার চালানো তরী বেয়ে
তোমায় স্মরি এবে।।
পারের নৌকো যেথায় যাবে
দাঁড়ির কর্ম সেটাই চাবে
আমার মাঝি তুমি হয়ে
ধন্য আমি সবে।।
দাঁড়ির কর্ম সেটাই চাবে
আমার মাঝি তুমি হয়ে
ধন্য আমি সবে।।
বাইব খেয়া তোমার দানে
তোমার বাণে জীবন মানে
চারণ বিশ্বে সুখে দুখে
তোমার ইচ্ছা যবে।।
তোমার বাণে জীবন মানে
চারণ বিশ্বে সুখে দুখে
তোমার ইচ্ছা যবে।।
ক্ষণিক বুকে তোমায় পেয়ে
কাটাই আমি,বেদন দিয়ে--
ভুলেই থাকি,অশ্রু বিনে
তোমায় কেবা পাবে!!
কাটাই আমি,বেদন দিয়ে--
ভুলেই থাকি,অশ্রু বিনে
তোমায় কেবা পাবে!!
আমার মাল্লা হয়েই থেকো
তোমার পাল্লা সদাই দেবো
তোমার সঙ্গ প্রার্থণা যে
তুমিই মোরে দেবে।।
তোমার পাল্লা সদাই দেবো
তোমার সঙ্গ প্রার্থণা যে
তুমিই মোরে দেবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন