নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মোঃ রাকিবুল ইসলাম এর দুটো কবিতা

অবুঝ

পাহারের কান্না কি কেও দেখছ
কাঁদতে না পেরে, বুকছিরে ঝর্না বয়েছে।
আকাশের কান্না কি কেও দেখছ
কাঁদতে না পেরে
সারা অঙ্গে বৃষ্টি ঝড়িয়েছে।
সময় কি কেও বুঝেছ
সময় ধর্য শীল, নরকের কীট তৈরী করেছে।
নদী কি কেও বুঝেছ
ওভি মানে ফেপে ওঠে সে।
কিরোণ কি কেও জেনেছ
সারাদিন জলে মরে সে।
বাতাস কি কেও  ধরেছ
রেগেগেলে সে, মরেছ।
প্রকৃতি কি কেও জেনেছ
অবরোধ করলে সে, ঠকেছে।
পশু পাখি কি কেও বুঝেছ
কিচি মিচি বন্ধে কি কেও থেকেছ।
রাকিব কি কেও বুঝেছ
প্রতিবাদী সে মরেছ।

জন্ম তারিখ

খালু এম পি
মামা কমিশনার
বাবা ডাক্তার
মা মাষ্টার।
আমার চাকরি
না হলে হবে কার?
স্কুলে জন্ম তারিখ দিচ্ছি এবার
সর্ব নিম্নে হায়িট।
জাতে করে চাকরির বয়স
যেন না পেরিয়ে যায়।
ভন্ডামী আর নুংরামীতে হয়েছি বড়
সুপারিশ আর ব্যাংতালিতে
চাকরি অনেক বড়।
এতে করে দেশের ক্ষতি
তাতে আমার কি?
দেশের জন্য মানুষ আছে
ভাবনা আবার কি?
এতে করে সঠিক জন্ম শুমারী
হচ্ছে ব্যাহত।
তাতে আমার কি?
আমি এখন ব্যাস্ত, সময় দিব কি?

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

রাকিবুল ইসলাম এর লেখা বাংলাদেশের উদীয়মান লেখকদের মধ্যে অন্যতম দ্রোহী লেখক মাত্র ২০ বছর বয়স শুভেচ্ছা রইল , সুন্দর বাস্তবতা তুলে ধরবার জন্য ধন্যবাদ