নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পথ ও রাস্তার পার্থক্য

     পথ ও রাস্তার পার্থক্য

সংগ্রাহক : জ্যোতির্ময় রায়

পথ : সংস্কৃত শব্দ যার অর্থ আগত ।
রাস্তা: راسته রাস্তাহ্।  ফার্সি শব্দ ।

যাই হোক দুটির শব্দের মধ্যে অবশ্যই আলাদা একটা অর্থ আছে ,তাই তো এদের ব্যবহারও আলাদা ।
আগে জেনে নেব প্রিয় কিছুমানুষের কাছে এর পার্থক্য গুলো
এস. হোসেন খানের কাছে "রাস্তা নিজে নিজে ঠিক করা যায় না,পথ নিজে নিজে ঠিক করা যায় " কিংবা "আরও বলা যায় রাস্তা দৃশ্যমান,পথ দৃশ্যমান নয় যেমন কর্মজিবনের পথ""রাস্তা বাস্তবতা বেশি পথ কিছুটা কাল্পনিক"
আবার কবি সুতপা পুততুন্ড এর কাছে "পথ শুধু পথিকের রাস্তার হয় যান
এখন পথ আর রাস্তা দুজনেই সমান!"

আবার স্মৃতিকণা দাস বলছে "পথ সীমাহীন ,অনন্ত যাত্রা আর রাস্তায় বেরোলে বাড়ি ফেরার আকুতি ...."
কিন্তু চন্দ্রানী পাল এর কাছে "
পথ হয়ে যায় বন্ধ
রাস্তা থাকে খোলা…..
মনের ঘরে যখন
পরে হঠাৎ কোন তালা....."

এবার আর্য মন্ডল এর কাছে "
পথ অনন্ত...রাস্তা সীমিত....!!!"
কবি পদ্মজা ঘোষের কাছে "পথ থাকে সময়ের সাথে,রাস্তা থাকে পায়ের সাথে!"
আবার কেউ কেউ বলছে কোনো পার্থক্য নেই যেমন রিফাত আহমেদ আউয়াল এর কাছে আর গৌরাঙ্গ মন্ডলের কাছে "উপরের কমেন্ট গুলোর বিরোধিতা করলাম। আসলে শব্দ দুটো একই অর্থ বিভেদ নেই। বাক্যগঠনে যে শব্দটি উপযুক্ত হয় আমরা সেই শব্দটি ব্যবহার করি।"
যাই হোক এখানেও দর্শন নিয়ে এলেন কবি মালবিকা হাজরা তার কাছে "পথ দর্শন , রাস্তা বাস্তব ।" এবং  প্রভা মজুমদারের কাছে "
পথে পথে দ্বন্দ্ব বিভেদ,রাস্তা মেলায় রাস্তাকে।"

কেউ কেউ আবার একদম সোজা সাপটা কথায় বলে দিলো
রাস্তায় নামলে "রাস্তার লোক" আর পথে নামলে "পথিক"..." (সান্তনি দোলাই ) ও
"ঠিক পথে যেতে হয়, তবে রাস্তা কেউ দেখায় না।" (জ্যোতিপ্রকাশ সাহা ) ঠিক তেমনি কবি  জারা সোমা বলে  দিল "রাস্তা নিয়ে যায় অভিষ্ট পথে "
তরুণ কবি জ্যোতির্ময় মুখার্জী বলল "
পথ হারায়,'রাস্তা তবু রাস্তা থেকে যায়'"
ঠিক তেমনি বলল কবি বিনা মোদক চৌধুরী "
যত মত তত পথ
পায়ে পায়ে পার করেছি কত
আরো আছে প্রয়োজন যত।"
অনেক পার্থক্য কিন্তু উঠে এলো এতে । তবে কবি লীনা দাসে কাছে "আসলে পথ বা রাস্তা একই অর্থ সবাই জানে.
ব্যাপক অর্থে এভাবে বলা যেতে পারে পথ তোমাকে দেখে নিতে হবে কোন্ ভাবে গেলে সুবিধে.
আর রাস্তা ? অন্তহীন ,হেঁটেই চল হেঁটেই চল." কিংবা কবি গোপা ব্যানার্জির কাছে "
রাস্তার অর্থ টা রাস্তার মতনই সোজা সরল আমার কাছে । অর্থাৎ যা আমরা এক স্থান হতে আরেক স্থানে হেঁটে যেতে ব্যাবহার করি । কিন্তু পথ ??  রামকৃষ্ণদেব বলে গেছেন ...... " যত মত তত পথ " অতএব পথের বিশ্লেষন অনেক গভীরে ।"

কবি মৌসুমী ব্যানার্জীর কাছে "
রাস্তা বলে পথকে আমি দিয়েগেলাম ফাঁকি, ছায়ার সাথে মায়ার খেলা,
একটুখানি মাতি ।"
তরুণ কবি বিকি দাস বলেন "
পথ আর রাস্তায় পার্থক্য আছে। যেমন- আমার বাড়ির সামনে দিয়ে তোমাদের যাবার পথ তৈরি করে দিলাম।
রাস্তা কিন্তু নয়। পিচের রাস্তা হয় পথ না। কাঁচা রাস্তা রাস্তা হয়।"
ঠিক তেমনি বলল কবি সুস্মিতা কর্মকারও "
যখন আমাদের জীবনে না না প্রতিবন্ধকতা আসে তখন মানুষ সেই প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে নতুন পথের সন্ধান  করে |
সেই পথই নতুন দিশার সন্ধান দেয় |
কিন্তু রাস্তা যাতায়াত অর্থে ব্যবহৃত |"
তবে ভাষাবিজ্ঞানী ও কবি ,লেখক নুসরাত রুমু এর কথায় "
পথ সংস্কৃত  শব্দ হতে আগত। ব্যাপক অর্থে বুঝায়।
রাস্তা কখনো ছোট অর্থে ও ব্যবহার হতে পারে। যেমন - জমির আল।"

মজার চলে বললেন কবি ফারহিন সুলতানাও " রাস্তা কারোর বাপের নয় " মানে রাস্তা জনগণের কিন্তু পথ একান্ত আপন "
আবার পিয়ালী  মুখার্জী একটু রূপক করে বললেন যে "দুটোতেই ,হাটাচলা কর ,কিন্তু  খুব সাবধানে বাবা ,ডায়ে বায়ে দেখে চলো ।"

বিশিষ্ট সাহিত্যিক সমীর সরকারের ভাষায় বলা যায় "
রাস্তা : তোরা ভাল থাকিস
  পথ : হুমম তুমিও ---"

ঠিক তেমনি ইবনে মনির হোসেন এর কথায় পার্থক্য শুধু "সময়ের "

আমার কাছে এর পার্থক্য "আভিজাত্যে "
কারণ "পথে যেমন যত মত আছে ,রাস্তায় নেই "
রাস্তা মানে ইট ,পাথর ,বালি আর পিচের আয়োজন " রাস্তা ঠিক রাস্তাতেই মেলায় আর পথ শুধু দূর থেকে আরও দূরে নিয়ে যায় "

এই হলো পথ আর রাস্তার গল্প ।

কোন মন্তব্য নেই: