নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

এই ডাইনি....

      এই ডাইনি....

      জ‍্যোতির্ময় মুখার্জি

ভেস্টার মন্দিরে লুকানো যে আগুন
তাতে শরীর ছুঁয়ে ফিনিক্স হলাম মাঝরাতে
ডাইনির ঠোঁট চুষে অমৃত খেয়েছি আমি
ডাইনিরা রাতবিরেতে কথা বলে
ডাইনিরা শাষন করে।শোষণ করে
কখনো অভিমানে ঠোঁট ফোলে
কখনো সে কবিতা....
কখনো সে 'মা' হয়ে ভাত বাড়ে।
কবির স্বীকারোক্তি :এটা ঠিক কবিতা নয়
ঠিক কি আমি নিজেও জানিনা
একটা কষ্ট বা হয়তো একটা ভালোলাগা
উৎসর্গ করলাম
শাল‍্যদানী আর কোনো এক ডাইনিকে ।।

কোন মন্তব্য নেই: