~*** এমনই এক দিনে ***~
© মনিকান্ত সর
ঠিক এমনই এক দিনে....
যখন প্রতীক্ষার প্রহরগুলো দীর্ঘায়িত হচ্ছিল দিন দিন,
----- সেই সেদিন,
কয়েকটা ছুতো ছিলো সঙ্গী, আর
তোমাকে পাশে পাওয়ার অদম্য ইচ্ছা,
------------------- ব্যাস্।
তাতেই উড়িয়ে দিয়েছিলাম কয়েকটা খোলা চিঠি,
------ নীল খামে, মেঘমুক্ত আকাশের বুকে ।
নাহ্, ঠিকানা লিখিনি সেদিনও,
জানতাম, পৌঁছে যাবে ঠিক, তার নির্দিষ্ট লক্ষ্যে ।
কয়েকটা ফুল, সম্মতি জানিয়েছিল সেদিন,
গোধূলির লালাভ সূর্যটাও হেসেছিল, নতুনের ছোঁয়ায়,
তবে, পথ বলেছিল............
একটু ভাব ।
নাহ্, ভাবিনি সেদিন,
হয়তো, অবকাশই ছিলো না ভাবার,
অতৃপ্ত বাসনা আর ইচ্ছেরা তখন মিলেমিশে একাকার,
শুধু বুকের বাম দিকটাতে--
-------------- এক আকাশ শান্তি ।
আজও ভাবি, সেই পথ চলা,
আজও ভাবি, এইতো সেদিন...।।
ছবি:জ্যোতির্ময় রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন